
The Truth of Bengal: ফের বড়সড় সাফল্য ভারতীয় বায়ু সেনার। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের থেকে ১৫৬ টি লাইট কমব্যাট হেলিকপ্টার কেনার প্রস্তাব দিয়েছেন ভারতীয় বিমানবাহিনী। নতুন হেলিকপ্টার গুলি চিন ও পাকিস্তান সিমান্তে কর্তব্যরত বায়ুসেনাদের কাজে ব্যবহৃত হওয়ার ক্ষেত্রে কেনা হবে বলে জানা গেছে। যদিও ভারতীয় বায়ুসেনার কাছে এই ধরনের বিমান রয়েছে ১৫ টি।
যার মধ্যে ১০ টি বিমান আছে বিমান বাহিনীর কাছে এবং ৫ টি বিমান রয়েছে ভারতীয় সেনা বাহিনীর কাছে । এই ধরনের হেলিকপ্টার প্রত্যন্ত এলাকা এবং প্রতিকূল আবহাওায় কাজ করতে সক্ষম। উপর থেকে গুলি ছোড়া থেকে শুরু করে শত্রুপক্ষকে লক্ষ্য করে মিশাইল ছোড়ার ক্ষমতা রাখে এই লাইট কমব্যাট হেলিকপ্টার। ৫ হাজার মিটার উচ্চতায় এই হেলিকপ্টার ল্যান্ডিং এবং টেকঅফ উভয় করতে সক্ষম।
ভারতীয় সেনার এই প্রস্তাবে খুব শীঘ্রই সবুজ সংকেত দেবে ভারত সরকার এমনটায় আশা করা যাচ্ছে। জানা গেছে ১৫৬ টি হেলিকপ্টারের মধ্যে ৬৬ টি বিমান থাকবে বিমান বাহিনীর কাছে এবং বাকি ৯০ টি বিমান থাকবে ভারতীয় সেনাবাহিনীর কাছে। লাইট কমব্যাট হেলিকপ্টারের প্রথম বিমানবাহিনী পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা হয়। যার কারণে পাকিস্তান সীমান্তের নিকটবর্তী অঞ্চলে নজরদারি আরও শক্তিশালী হয়ে উঠেছে।
Free Access