দেশ

দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রতিরক্ষা খাতে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা

Possibility of increasing the allocation to the defense sector by Tk 50,000 crore to strengthen the country's defense system

Truth of Bengal:  ‘অপারেশন সিঁদুর’-এর পর বাড়তে চলেছে প্রতিরক্ষা খাতে বরাদ্দ। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে খরব বাড়ানো হতে পারে প্রায়  ৫০,০০০ কোটি টাকা। মূলত সমরাস্ত্র এবং আধুনিক সামরিক প্রযুক্তি কেনার ক্ষেত্রেই এই অর্থ ব্যয় করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। অতিরিক্ত বাজেট বরাদ্দ হলে তা সশস্ত্র বাহিনীর চাহিদা, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত গবেষণার জন্য ব্যয় করা হবে বলে জানা গিয়েছে।  আর তাতেই আরও অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তিতে সজ্জিত হতে চলেছে ভারত । এই অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রস্তাব সংসদের শীতকালীন অধিবেশনে পাশ হতে পারে বলে খবর।  তবে এই আর্থিক বরাদ্দ বৃদ্ধি নিয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কিছু জানান হয়নি। বলা বাহুল্য, ‘অপারেশন সিঁদুর’-এ মাত্র ৩ ঘণ্টায় পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তানের একাধিক ফাইটার জেট ধ্বংস করা হয়েছে।

পাকিস্তান বায়ুসেনার প্রায় ২০ শতাংশ পরিকাঠামোই ধ্বংস করে দিয়েছে বায়ুসেনা। ২৩ মিনিটের মিশনে রাফাল, স্ক্যাল্প মিসাইল এবং হ্যামার বম্ব ভারতের প্রযুক্তিগত ক্ষমতা দেখিয়ে দিয়েছে। ৭ মে পাকিস্তানের ওপর আঘাত হানতে সুপারসনিক মিসাইল ব্রহ্মোস ব্যবহার করা হয়েছিল। এই আবহে প্রতিরক্ষা খাতে আরও বরাদ্দ বৃদ্ধির পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর তাতেই সামরিকভাবে পৃথিবী অন্যতম শক্তিধর দেশগুলোর মধ্যে একটা হয়ে উঠছে ভারত।

উল্লেখ্য, মোদি সরকার  ক্ষমতায় আসার পর থেকে, গত ১০ বছরে প্রতিরক্ষা বাজেট প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৪-১৫ সালে প্রতিরক্ষা বাজেট ছিল ২.২৯ লক্ষ কোটি টাকা। চলতি বছর বরাদ্দ করা হয়েছে ৬.৮১ লক্ষ কোটি টাকা,   যা আগের আর্থিক বছরের তুলনায় ৯.৫৩ শতাংশ বেশি। বস্তুত ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিতে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন করে ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সেটার গুরুত্ব আরও বেশি করে অনুভব করছে মোদি সরকার।

Related Articles