জম্মু-কাশ্মীরে কড়া নিরাপত্তার সঙ্গে শুরু প্রথম দফার বিধানসভা ভোট, চলছে রুটমার্চ
Polling begins for 24 Assembly constituencies across Jammu & Kashmir

Truth Of Bengal :
- নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত ১১.১ শতাংশ ভোট পড়ল জম্মু-কাশ্মীরে।
ভোটগ্রহণ শুরু হল জম্মু ও কাশ্মীরে। বুধবার সকাল ৭টা থেকে শুরু প্রথম দফার ২৪ আসনে ভোটগ্রহণ। এক দশক পরে আবার জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হচ্ছে। ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ফলে এই বিগত ১০ বছরে অনেক কিছু পাল্টে গিয়েছে উপত্যকার রাজনীতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় লেখেন, ‘‘জম্মু ও কাশ্মীরের বিধাসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচনী এলাকার সকলকে বিপুল সংখ্যক ভোট দিতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।’’
নির্বাচনের কারণে উপত্যকাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বিগত কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীরে বার বার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সেই কথা মাথায় রেখেই এই নিরাপত্তা। সশস্ত্র আধা সামরিক বাহিনী (সিএপিএফ) থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পুলিশ— নিরাপত্তা ব্যবস্থাকে বাড়ানো হয়েছে। নির্বাচম কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোটার সংখ্যা ২৩ লক্ষ ২৭ হাজার ৫৮০ জন। ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে একাধিক পদক্ষেপও করেছে কমিশন এবং পুলিশ। এলাকায় এলাকায় চলছে রুটমার্চ। জম্মু-কাশ্মীরে তিন দফা নির্বাচনের বুধবারই প্রথম দিন।
প্রথম দফায় মোট ২৪ আসনে ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে জম্মুতে আটটি এবং কাশ্মীরে ১৬ আসন রয়েছে। প্রথম দফায় ২১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুলগামের সিপিএম প্রার্থী মহম্মদ ইউসুফ। ডুরুতে কংগ্রেস প্রার্থী করেছে গুলাম আহমেদ মিরকে। ন্যাশনাল কনফারেন্স দলের সাকিনা ইতু, পিডিপির সারতাজ মাদনি, ইলতিজা মুফতি-সহ আরও অনেকের ভাগ্য নির্ধারণ করবেন জম্মু ও কাশ্মীরের মানুষ।