দেশ
Trending

দক্ষিণ ভারত সফরে প্রধানমন্ত্রী , একাধিক প্রকল্পের শিলান্যাস….

PM visits South India, lays Foundation stone of several projects

The Truth Of Bengal: দক্ষিণ ভারত সফর দিয়ে বছর শুরু মোদির, কেরল, তামিলনাড়ু সহ লাক্ষাদ্বীপে একাধিক প্রকল্পের শিলান্যাস  প্রধানমন্ত্রীর। তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১১০০ কোটির বেশি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন টার্মিনাল ভবনে বছরে ৪৪ লক্ষ যাত্রীর ধারণ ক্ষমতা রয়েছে।

দক্ষিণ ভারত সফর দিয়ে বছর শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মঙ্গলবার তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপ সফরে প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আগে থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। এদিনই তিনি তামিলাড়ুর তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। ২ ও ৩ জানুয়ারি ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে থাকবেন।এরপর তিনি যাবেন লাক্ষাদ্বীপেও। এই দু’ জায়গাতেই প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। তামিলনাড়ুতে সফরে তিনি ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার কোটির প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেন। একই সঙ্গে লাক্ষাদ্বীপে সূচনা করবেন ভারতীয় মুদ্রায় ২ হাজার কোটির প্রকল্পের। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নির্বাচনী কর্মসূচি ধীরে ধীরে শুরু করার পর, নরেন্দ্র মোদির অন্যতম উদ্দেশ্য হল দক্ষিণ ভারতে বিজেপির ক্ষমতা বৃদ্ধি। নরেন্দ্র মোদির আগামী লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর রামেশ্বরম থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মতো মন্ত্রীরাও এবার তামিলনাড়ু থেকে প্রার্থী হতে পারেন। বর্তমানে দু জনেই রাজ্যসভার সদস্য। তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১১০০ কোটির বেশি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন টার্মিনাল ভবনে বছরে ৪৪ লক্ষ যাত্রীর ধারণ ক্ষমতা রয়েছে। এছাড়াও বিশেষ সময়ে ৩৫০০ যাত্রী চলাচল করতে পারবে। অযোধ্যা বিমানবন্দরের মতোই এই বিমানবন্দরের ভিতরের নিখুঁত কারুকাজ নজরকাড়া।

বিদেশি পর্যটক আনাগোনার ক্ষেত্রে এটিই তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। এর আগে রয়েছে চেন্নাই বিমানবন্দর। তিরুচিরাপল্লি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের পাশাপাশি এদিন একাধিক রেল প্রকল্প এবং ৫টি সড়ক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এছাড়া কামারাজার বন্দরে জেনারেল কার্গো বার্থের উদ্বোধন করেন। ৯ হাজার কোটি টাকার পেট্রোলিয়াম ও প্রাকৃতি গ্যাস প্রকল্প-সহ একাধিক প্রকল্পের শিলান্যাস হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। তামিলনাড়ু থেকে লাক্ষাদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী । সেখানে জল প্রকল্প, সৌর প্রকল্প, টেলিকমিউনেকশন-সহ ১১৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। যার মধ্যে অন্যতম কোচি-লাক্ষাদ্বীপ সাবমেরিন অপটিক্যাল ফাইবার প্রকল্প। ইন্টারনেট পরিষেবাকে গতি দিতেই এই প্রকল্প নেওয়া হয়েছে। এটি শেষ হলে স্বাধীনতার পর এই প্রথম লাক্ষাদ্বীপ জলের নীচে দিয়ে অর্থাৎ সাবমেরিন অপটিক্যাল ফাইবারের সঙ্গে সংযুক্ত হবে।

Free Access

Related Articles