দেশ

গ্রেফতার পিকে! অনশনমঞ্চ থেকে টেনে হিঁচড়ে তুলল পুলিশ

pk arrested by patna police

Truth Of Bengal: বিহারের বিপিএসসি আন্দোলনে নতুন মোড়। পটনার গান্ধী ময়দান থেকে প্রশান্ত কিশোরকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে প্রথমে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

পিকের সমর্থকদের অভিযোগ, এদিন সকালে বলপূর্বক তাঁকে টেনেহিঁচড়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এমস হাসপাতালে। এমস-এর বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁর অনুরাগীরা।

এ বিষয় পাটনার জেলাশাসক ডঃ চন্দ্রশেখন সিংহ বলেন, পাঁচ দফা দাবিতে গান্ধী ময়দানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন পিকে এবং তাঁর অনুগামীরা। বারবার অনুরোধ এবং সময় দেওয়া সত্ত্বেও বিক্ষোভে অনড় ছিলেন তাঁরা। আজ তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় কারচুপির অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন পিকে। গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেছিলেন। ওই পরীক্ষা নতুনভাবে নেওয়া হোক, এই দাবিতে পথে নেমেছিলেন জন সুরজ দলের প্রধান। পরীক্ষায় অনিয়মের অভিযোগে বারবার সরব হয়েছেন তিনি। কড়া আক্রমণ শানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। বিহারে চাকরিপ্রার্থীদের এই আন্দোলনকে রাজ্যের অনেক শিক্ষাবিদ এবং বিরোধী দলের অনেকেই সমর্থন করেছেন।

গত ২৯ ডিসেম্বর রাতে গান্ধী ময়দানে চাকরিপ্রার্থীদের জমায়েতে লাঠিচার্জ করেছিল পুলিশ। পিকে ওই জমায়েতে ছিলেন। বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। তার পর ২ তারিখ থেকে পিকে আমরণ অনশনে বসেন। এবার অনশনস্থল থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ।

Related Articles