গুজরাটের মানুষ বিজেপির ‘বি’ টিমকে নয়, বিরোধী দলকে চায়: রাহুল গান্ধি
People of Gujarat want opposition, not BJP's B team: Rahul Gandhi

Truth of Bengal: একই সঙ্গে গুজরাট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এই আবহে সড়গরম গুজরাটের রাজনীতি। শনিবার আহমেদাবাদে স্থানীয় সংস্থা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত দলীয় কর্মী এবং কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেন রাহুল। সেখানে তিনি নিজের দলের সামনে আয়না তুলে ধরেছেন। আক্রমণাত্মক রাহুল গান্ধি বলেন, কংগ্রেস দলকে যদি ২০-৩০ জনকে বহিষ্কার করতেও হয়, তবুও তা করতে কোনও দ্বিধা করা উচিত নয়। কংগ্রেস সাংসদ রাহুল বলেন, কংগ্রেস দলে অনেক সিংহ আছে। কিন্তু দলে দু’টি উপদল রয়েছে। একটি জনসাধারণের সাথে, অন্যটি জনসাধারণের থেকে দূরে।
গুজরাট প্রদেশ কংগ্রেসের সমালোচনা করে রাহুল বলেন, ‘গুজরাট প্রদেশ কংগ্রেসের নেতারা দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন তা মেনে নিতে তার কোনও সমস্যা নেই।’ এর আগে, রাহুল আহমেদাবাদে ‘ওয়ার্কার্স কনফারেন্স’-এ মহিলা কর্মীদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের নারী দিবসের শুভেচ্ছা জানান। রাহুল বলেন, ‘গতকাল (শুক্রবার) আমি সিনিয়র নেতা, জেলা ও ব্লক সভাপতিদের সঙ্গে দেখা করেছি।’ রাহুল গান্ধির মতে, ‘আমার লক্ষ্য ছিল কর্মীদের হৃদয়ে কী আছে তা জানা এবং বোঝা। গুজরাটের রাজনীতি এবং এখানকার সরকারের কার্যকারিতা সম্পর্কিত অনেক বিষয় এখন উঠে এসেছে। কিন্তু আমি এখানে কেবল কংগ্রেস দলের জন্য আসিনি, বরং রাজ্যের যুব, কৃষক, মহিলা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এসেছি।’
রাহুল এদিন বলেন, ‘গুজরাটের কংগ্রেস সংগঠনগুলিতে অনেক বিভাজন রয়েছে। যে জনসাধারণকে সম্মান করে, জনসাধারণের সমস্যাগুলির জন্য আওয়াজ তোলে, তাঁর হৃদয়ে কংগ্রেস দলের আদর্শ থাকে। অন্য দলটি জনসাধারণকে সম্মান করে না। এই দলের সদস্যরা বিজেপির সঙ্গে ঐক্যবদ্ধ।’ রাহুল এই কথা বলার সঙ্গে সঙ্গেই দলীয় নেতা-কর্মীরা তাঁকে উৎসাহিত করেন। লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘এই দুই ধরনের দলের নেতাদের আলাদা না করা পর্যন্ত এখানকার মানুষ কংগ্রেসের উপর আস্থা রাখতে পারবে না।’
নিজের দল সম্পর্কে বলতে প্রাক্তন এই কংগ্রেস সভাপতি বলেন, ‘কংগ্রেস দলে নেতার অভাব নেই। সিংহ আছে, কিন্তু পেছনে একটা শিকল আছে আর সিংহটা বাঁধা। আমি একটা মিটিং করছিলাম, যেখানে একজন কর্মী বললেন, দুই ধরনের ঘোড়া আছে, একটি দৌড়ের জন্য এবং অন্যটি বিয়ের শোভাযাত্রার জন্য। কংগ্রেস পার্টি বিয়ের ঘোড়াকে দৌড়ে রাখে এবং বিয়ের মিছিলে রাজনীতির ঘোড়াকে রাখে। এখন গুজরাটের মানুষও দেখছে যে, বিয়ের শোভাযাত্রার ঘোড়াগুলিকে দৌড়ে নামানো হচ্ছে। আমাদের প্রথমেই দলের ভেতরের দলাদলি দূর করতে হবে এবং এর জন্য যদি ২০-৩০ জনকে যদি অপসারণ করতে হয়, তাহলে আমাদের তা করা উচিত।’