দেশ

পেহলগাঁও হামলা: সমস্ত পাকিস্তানি ভিসা বাতিলের দিনক্ষণ প্রকাশ

Pehalgaon attack: Date for cancellation of all Pakistani visas announced

Truth Of Bengal: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর মন্ত্রিসভা নিরাপত্তা কমিটির নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায়, ভারত সরকার পাকিস্তানিদের জন্য ভিসা পরিষেবা তাৎক্ষণিকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ভারত সরকার কর্তৃক পাকিস্তানি নাগরিকদের পূর্বে ইস্যুকৃত সব বৈধ ভিসা ২৭ এপ্রিল, ২০২৫ থেকে বাতিল বলে গণ্য হবে। পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যুকৃত চিকিৎসা ভিসা ২৯ এপ্রিল, ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে। বর্তমানে ভারতে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিককে সংশোধিত মেয়াদের মধ্যে ভারত ত্যাগ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রক ভারতীয় নাগরিকদেরকে পাকিস্তানে ভ্রমণ না করার জন্য জোরালোভাবে পরামর্শ দিয়েছে। বর্তমানে পাকিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব ভারতে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভয়ঙ্কর জঙ্গি হামলার সাক্ষী হয় ভূ-স্বর্গ। সেই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৮ জন পর্যটক। আহত হয়েছেন বহু মানুষ। নিহতদের মধ্যে একজন নৈ-সেনাও ছিলেন। এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। বৃহস্পতিবার এই নৃশংস ঘটনার তীব্র পতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ” যারা যারা এই ঘটনা ঘটিয়েছে আর যারা যারা মদত দিয়েছে তাঁদেরকে ভয়ঙ্কর জবাব পেতে হবে, তাদের কল্পনারও অতীত তাদের শাস্তি পেতে হবে। জঙ্গিদের যে জমি টুকু রয়েছে সে টুকুও মাটিতে মিশিয়ে দেওয়া হবে।”

Related Articles