চিকিৎসকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, গ্রেফতার রোগিণীর পুত্র
Patient's son arrested for attacking doctor with sharp weapon

Truth Of Bengal: চেন্নাইয়ের কলাইনার সেন্টেনারি হাসপাতালে চিকিৎসকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ক্যানসার আক্রান্ত মাকে ভুল ওষুধ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে চিকিৎসকের উপর আক্রমণ চালান সেই রোগিণীর পুত্র। আঘাতে চিকিৎসকের মুখ, বুক ও পেটে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে।
#WATCH | Tamil Nadu Health Minister Ma Subramanian visits Kalaignar Centenary Multy speciality government hospital in Chennai where a 25-year-old man stabbed a doctor who was on duty today. pic.twitter.com/fgUoZhKlPr
— ANI (@ANI) November 13, 2024
হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত চিকিৎসক নিজেই হৃদ্রোগী এবং তাঁর বুকে পেসমেকার রয়েছে। হামলায় তাঁর কপাল ও কানে আঘাত লাগায় তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম জানিয়েছেন, চিকিৎসকের অবস্থা এখন স্থিতিশীল থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ মানতে নারাজ তিনি।
এর আগে পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালের ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তার দাবি উঠেছিল, যা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। চিকিৎসক-নার্সদের সুরক্ষায় শীর্ষ আদালত একটি টাস্ক ফোর্স গঠন করে, যা সম্প্রতি একটি রিপোর্ট জমা দিয়েছে। চেন্নাইয়ের এই ঘটনা আবারও চিকিৎসকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। তাঁর মতে, “চিকিৎসকদের নিরাপত্তা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের সেবা অব্যাহত রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”