দেশ

বজ্রাঘাতে আধাসেনা জওয়ানের মৃত্যু, আহত বাংলার ১ জওয়ান

Paramilitary jawan dies in lightning strike, 1 jawan injured in Bengal

Truth Of Bengal: মাওবাদের বিরুদ্ধে অপারেশন চলছিল ঝাড়খণ্ডের গভীর জঙ্গলে। তখনই আচমকা বজ্রপাত সহ শুরু হয় ঝড়বৃষ্টি। বজ্রাঘাতে মৃত্যু হয় সিআরপিএফ জওয়ানের। গুরুতর আহত ঝাড়খণ্ড পুলিশের দুই আধিকারিক ও বাংলার এক জওয়ান। সিআরপিএফ আধিকারিকদের তরফ থেকে শুক্রবারই জানানো হয় এই খবর।

আধিকারিক সূত্রে খবর, ২৬ নম্বর ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড মনিপুরে বাসিন্দা অফিসার এম প্রভু সিং-এর মৃত্যু হয় বজ্রাঘাতে। অন্যদিকে গুরুতর আহত হন বাংলার উত্তর ২৪ পরগনার বাসিন্দা বছর ৪৯-এর সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট সুবীর কুমার মণ্ডল। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। সিআরপিএফ আধিকারিকদের তরফ থেকে শুক্রবারই জানানো হয় এই খবর।

ঝাড়খণ্ড পুলিশের দুই আধিকারিকও আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। সিআরপিএফ জানায়, আহতদের উদ্ধার করতে বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হতে হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে। সেই সঙ্গে জানানো হয়, আহত ও নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যেই।

Related Articles