দেশ

পহেলগাঁও জঙ্গি হামলা: সন্দেহভাজন হামলাকারীদের স্কেচ প্রকাশ করল নিরাপত্তা সংস্থা

Pahalgam terror attack: Security agencies release sketches of suspected attackers

Truth of Bengal: পহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনায় জড়িত সন্দেহভাজন হামলাকারীদের স্কেচ (ছবি) প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো ।

নিরাপত্তা বাহিনী তিনজন সন্ত্রাসীর নামও প্রকাশ করেছে, যাদের এই হামলার পেছনে থাকার সন্দেহ করা হচ্ছে। তাদের নাম হচ্ছে আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা।

জম্মু ও কাশ্মীরজুড়ে এই সন্ত্রাসীদের ধরতে ব্যাপক চিরুনি অভিযান চালানো হচ্ছে। কর্মকর্তারা মনে করছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি করা এই স্কেচগুলো সাধারণ মানুষ ও স্থানীয় প্রশাসনকে হামলাকারীদের চিহ্নিত করতে সাহায্য করবে এবং অপরাধীদের বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

Related Articles