শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষও, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে প্রয়াত শিল্পপতির শেষকৃত্য
Ordinary people can also pay their last respects, the funeral of the late industrialist will be done with full state dignity

Truth Of Bengal: প্রয়াত শিল্পপতি রতন টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষও। বৃহস্পতিবার মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে, ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ)-এ এই শিল্পপতির মরদেহ শায়িত থাকবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টে পর্যন্ত রতন টাটাকে সাধারণ মানুষও শেষশ্রদ্ধা জানাতে পারবেন। তারপর মহারাষ্ট্রের ওরলিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন কয়রা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই শেষকৃত্যতে উপস্থিত থাকবেন।
টাটা পরিবার সূত্রে জানা গিয়েছে, নরিম্যান পয়েন্ট থেকে বিকাল সাড়ে ৩টের দিকে প্রয়াত শিল্পপতির দেহ নিয়ে তাঁর শেষযাত্রা শুরু হবে। আর শেষকৃত্যের কাজ শুরু হবে ৪টের সময়। পরিবার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, “রতন টাটার মরদেহ সাড়ে ১০টার সময় মুম্বইয়ের নরিম্যান পয়েন্টের এনসিপিএ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখানে সাধারণ মানুষ তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন।”
বৃহস্পতিবার প্রয়াত রতন টাটাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে মহারাষ্ট্রে ‘শোক দিবস’ পালিত হবে, জানিয়েছে মহারাষ্ট্র সরকার। ওরাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। এদিন মহারাষ্ট্রের নানা প্রান্তে যে বিনোদনমূলক অনুষ্ঠান হওয়ার কথা ছিল সে সব আপাতত স্থগিত রাখা হচ্ছে। এমনকি বাতিল করা হয়েছে মহারাষ্ট্র সরকারের সমস্ত কর্মসূচি ও বৈঠক। জানানো হয়েছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সাথে প্রয়াত রতন টাটার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, বুধবার রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে প্রাণ হারান ৮৭ বছরের শিল্পপতি রতন টাটা। রবিবার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে একটি খবর ঘুরছিল যে, মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে বর্ষীয়ান শিল্পপতিকে নিয়ে যাওয়া হয়েছে। এও বলা হয়েছিল, তাঁর শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে এর পর দিন তথা সোমবার সকালে এ সমস্ত কথা উড়িয়ে দিয়ে শিল্পপতি নিজেই জানান, এসব ভুয়ো খবর। তিনি শুধু বার্ধক্যজনিত সমস্যার জেরে নিয়মমাফিক চেক-আপ করতে হাসপাতালে গিয়েছিলেন। আর এবার বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।