দেশ
কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সংসদে বিক্ষোভ বিরোধীদের
Opposition protests in Parliament over alleged misuse of central agencies

The Truth Of Bengal: সোমবার অধিবেশন বসতেই ফের অশান্ত সংসদ। একযোগে প্রতিবাদের সরব বিরোধীরা। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ বিরোধীদের। কেজরিওয়াল ও হেমন্ত সরেনের গ্রেপ্তারির প্রতিবাদে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সংসদ ভবনের গেটে প্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী নেতৃত্বের।
একই সঙ্গে বাংলার তিন মন্ত্রীকে যেভাবে জেলে ঢোকানো হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ সাংসদদের। বিক্ষোভে সামিল হয়েছেন সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সহ বিরোধী সাংসদরা।
গত শুক্রবার জাতীয় স্তরের পরীক্ষা প্রশ্ন ফাঁস নিয়ে বিরোধিতায় সরব হন বিরোধীরা মুলতবি হয়ে যায় অধিবেশন। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগে সপ্তাহ শুরুর দিনে ফের অচল সংসদ।