
একদিকে উত্তরপ্রদেশের বারাণসী ও কাশেমগঞ্জের গণধর্ষণ-এর তদন্ত জারি রয়েছে। অন্যদিকে তার মধ্যেই যোগিরাজ্যে ঘটলো ফের ধর্ষণের ঘটনা। এবারের ঘটনাস্থল রামপুর জেলা। জানা যায়, বুধবার সকালে মাঠ থেকে নগ্ন ও অচৈতন্য অবস্থায় এক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের অভিযোগেই গ্রেফতার ১।
পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোরী মঙ্গলবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের তরফ থেকে লাগাতার তার খোঁজ চালানোও হয়। তারপরও কোনও হদিস মেলেনা তার। অবশেষে বুধবার সকালেই বাড়ির থেকে খানিক দূরের একটি মাঠ থেকে উদ্ধার করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, কিশোরীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। পুলিশের অনুমান, ভারী ও ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়েছে তার মুখে। যার কারণেই তার মুখে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন।
ওই কিশোরীকে উদ্ধার করে প্রাথমিক ভাবে একটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিশোরীর শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় মেরঠে। ইতিমধ্যেই পক্ষ আইনে মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ থেকে চিহ্নিত করা সম্ভব হয় অভিযুক্তকে। পুলিশের তরফ থেকে ওই যুবককে গ্রেফতার করতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে অভিযুক্ত। পাল্টা পুলিশের তরফ থেকেও ছোঁড়া হয় গুলি। পুলিশের ছোঁড়া গুলি গিয়ে লাগে অভিযুক্তের পায়ে। তখনই তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন কিশোরীর মা। অভিযোগ পত্রে উল্লেখ রয়েছে, তার মেয়ে কথা বলতে পারেন না, কানেও শুনতে পাননা। সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে তার বাড়ির সামনে দাড়িয়ে কথা বলতে দেখা যায়। তারপর কিশোরীর সঙ্গে অন্যত্র চলে যেতে দেখা যায়।
সুপার – ফের যোগীরাজ্যে ধর্ষণের ঘটনা
মাঠ থেকে প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার