দেশ

ওম বিড়লাকে সমর্থন জগনমোহন রেড্ডির, আরও ৪ সাংসদের

Om Birla is supported by Jaganmohan Reddy, 4 other MPs

The Truth of Bengal : অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র প্রার্থীকে সমর্থন করল। সংসদে তাঁদের ৪জন সাংসদ রয়েছে।বুধবার সংসদে স্পিকার পদে নির্বাচন হবে। সেই নির্বাচনে এনডিএ-র প্রার্থী ওম বিড়লা আর কংগ্রেস সহ বিরোধীদের প্রার্থীকে সুরেশ। দুই শিবিরের লড়াই যখন জমে উঠেছে তখন ওয়াই এসআর কংগ্রেসের এই ঘোষণায় কিছুটা বাড়তি সুবিধা পেল বিজেপি। উল্লেখ্য, এবার চন্দ্রবাবু নাইডুর টিডিপির সঙ্গে টক্কর হয়।ক ড়া টক্করের মাঝে তারা পিছিয়ে পড়ে।

ওয়াই এসআরের এই সিদ্ধান্তে রাজ্যসভায় বিজেপির বাড়তি সুবিধা হবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। এর আগে গত লোকসভাতেও ওয়াইএসআর কংগ্রেস সিএএ ও ৩৭০ ধারা বাতিল নিয়ে বিজেপিকে সমর্থন করে। এখন ওয়াইএসআরের ৪ সাংসদের অতিরিক্ত সমর্থন ওম বিড়লার সমর্থনের ভিত শক্ত করল বলে কোনও কোনও মহল মনে করছে। কারণ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের পক্ষে ২৯৭জন সাংসদের সমর্থন রয়েছে বলে জানা যাচ্ছে। তাই আগামীদিনে দুই শিবিরের শক্তিপ্রদর্শনের পর পুরো চিত্রটা পরিষ্কার হবে বলেই মনে করা হচ্ছে।

Related Articles