দেশ

মনিপুরে বাড়ছে জলাতঙ্কে আক্রান্তের সংখ্যা, চুরাচাঁদপুরকে কনটেনমেন্ট জোন ঘোষণা

Number of rabies cases increasing in Manipur, Churachandpur declared a containment zone

Truth Of Bengal: মনিপুরে ক্রমশ বাড়তে থাকছে জলাতঙ্ক রোগে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা পেরিয়ে গিয়েছে শতাধিক। মৃত অন্ততপক্ষে ৩ জন। এই ঘটনায় যথেষ্ট পরিমাণে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। চুরাচাদপুরের একটি নির্দিষ্ট এলাকাকে ঘোষণা করা হয়েছে কন্টেইনমেন্ট জোন হিসেবে। এখানেই একের পর এক বাসিন্দার শরীরে জলাতঙ্কের লক্ষণ দেখা গিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।

সূত্রের খবর, চুরাচাঁদপুরের জৌভাং গ্রামে গত সপ্তাহ থেকেই বাড়ছে জলাতঙ্কে আক্রান্তের সংখ্যা। স্থানীয় সূত্রে খবর গত জানুয়ারি মাস থেকে ওই এলাকাতে কুকুরে কামড়েছে প্রায় ৭৪৯ জনকে। তাদেরমধ্যেই মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের শরীরে র‍্যাবিস ভাইরাসের উপস্থিতি মিলেছে। জেলাশাসকের তরফ থেকে গ্রামের মধ্যে গৃহপালিত কুকুরের প্রবেশ ও বেরোনোর ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

সেই সঙ্গে গ্রামের সমস্ত পোষ্য ও বেওয়ারিশ কুকুরকে টিকা দেওয়ার নির্দেশ দেন জেলাশাসক। জানা যায় এই টিকা প্রদানের পরিচালনার দায়িত্বে থাকবে জেলা ভেটনারী ডিপার্টমেন্ট। প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে সমীক্ষা চালিয়ে টিকা দেওয়ার কাজ চালাবেন পশুচিকিৎসা সম্বন্ধীয় দপ্তরের চিকিৎসক ও চিফ মেডিক্যাল অফিসার। এই সময়সীমার মধ্যে সেখানে নিষিদ্ধ করা হয়েছে যেকোনও রকমের পশু বেচাকেনা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও খোলা হয়েছে কন্ট্রোলরুম।

Related Articles