দেশ

এবার লক্ষ চাঁদের মাটি, আশাবাদী ইসরোর চেয়ারম্যান

Isro

The Truth of Bengal: আগামী কয়েক বছরের মধ্যে চাঁদে ভারতের গবেষণা কেন্দ্র স্থাপনের ভাবনা । সেই পথেই এগোচ্ছে ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। খুব কঠিন হলেও তা বাস্তবে রুপ দিতে নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। একটি সেমিনারে যোগ দিয়ে এমনই আশার বাণী শুনিয়েছেন ইসরোর চেয়ারম্যান। গুজরাটের আমেদাবাদে সায়েন্স সিটিতে ভারতের বিখ্যাত বিজ্ঞানী, ছাত্র ও গবেষক দের নিয়ে শুরু হয়েছে এক বিজ্ঞান সম্মেলন।

টানা ৪ দিন ধরে চলছে এই সম্মেলন। এই সম্মেলনে তরুণ বিজ্ঞানীদের সামনে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন আগামী ২৫ বছরের মধ্যে ভারতীয় বিজ্ঞানীরা চাঁদের বুকে  ভারতীয় ঝাণ্ডা পুঁততে সক্ষম হবে । শুধু তাই নয় তিনি তরুণ বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেছেন তরুণ দের প্রতি তাঁর দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে মহাকাশ সংক্রান্ত জ্ঞান ও ক্ষমতার মাধম্যে তারা দেশ কে উন্নতির পথে নিয়ে যাবে।

ভারতকে আরও উন্নত গড়ে তোলার লক্ষ্যে অবশ্যই প্রযুক্তির উপর জোর দিতে হবে। দেশ ও সমাজের কল্যাণে বিজ্ঞান সর্বদা অনস্বীকার্য ভূমিকা পালন করে। তিনি আরও জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পের মধ্যে যোগসূত্র থাকা জরুরী।

Related Articles