দেশ

আধার কার্ড বাধ্যতামূলক এই ক্ষেত্রেও! জানুন বিস্তারিত

Now Aadhaar Card mandatory for Prisoners

The Truth of Bengal: রাজ্যগুলির জন্য নয়া নির্দেশ জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দেশিকায় পরিস্কার বলা হয়েছে, বন্দিদের আধার কার্ড জমা রাখতেই হবে। তাঁদের রাষ্ট্র স্বীকৃত পরিচয়পত্র নিয়ে বন্দিদশায় কারাগারে থাকতে হবে। প্রাথমিক ভাবে দেশ জুড়ে ১৩০০ টি জেলে এই নিয়ম কার্যকর করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলের ক্ষেত্রে এমন অনেক অভিযোগ  উঠেছে যে একজনের হয়ে অন্যজন জেল খেটেছেন। কখনও একজন লোকের নাম করে অন্যজন দেখা করতে গিয়েছেন।

মূলত পরিচয় জালিয়াতি রুখতে এবার থেকে আধারের তথ্য খতিয়ে দেখা হবে। পাশাপাশি যে যাঁরা বন্দির সঙ্গে দেখা করতে যাবেন তাঁরও আধার কার্ড আবশ্যিক হতে চলেছে। ইতিমধ্যে সমস্ত নাগরিকদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। আধারকার্ডই হয়ে উঠেছে পরিচয়পত্রের অন্যতম বিষয়। রেশনকার্ড থেকে প্যানকার্ড সবেতেই আধার সংযোগ থাকা বাধ্যতামূলক। পরিচয় পত্র থেকে শুরু করে ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি একাধিক প্রমাণ পত্র হিসাবে কাজ করে আধার কার্ড।

এই কার্ডে থাকে ১৬ টি ডিজিট, যা সরকারি থেকে বেসরকারি প্রায় ক্ষেত্রেই সব প্রয়োজন পড়ে।   আপনার ব্যবহার করা আধার কার্ড আসল নাকি নকল বুঝবেন কীভাবে? নকল আধার কার্ড যদি ব্যবহার করেন তাহলে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। নকল বা ভুয়ো আধার কার্ড ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। তাই বন্দিদের মতোই নাগরিকদের যে আধারকার্ড ব্যবহারের বিষয়ে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন তাও বলাই বাহুল্য। এখন সব ক্ষেত্রে আধার ব্যবহারের পরিসর বেড়ে যাওয়ায় তার গুরুত্ব বাড়ছে জনজীবনে এমনটাই মনে করছেন কেন্দ্রের কর্তারাও।

Free Access

Related Articles