মাছ-মাংস খেতে না পেয়ে বিয়ে বাড়িতে তুলকালাম! বরপক্ষ ভাঙচুর চালাল, লাটে উঠল বিয়ে
Not getting to eat fish and meat, married home! The bridegroom vandalized the marriage

The Truth Of Bengal: বিয়ে বাড়িতে মেনু কী হবে তাই নিয়ে নানা চর্চা হয়। খানাপিনা বড় আকর্ষণের বিষয় ।কার্যতঃ হট টপিক হয়ে ওঠে খাবারের তালিকা।আর সেই মেনু নিয়েই উত্তরপ্রদেশের একটি বিয়ে বাড়িতে বড় গোল বাঁধে।কারণ মেয়ের বাড়ির লোকেরা বিয়ের খাদ্য তালিকায় রাখে পনির, পোলাও এবং নানার তরকারি।কিন্তু দুটো জিনিস না থাকায় মাথা গরম হয়ে ওঠে বরপক্ষের।দেখা যায়,মাছ-মাংস না থাকায় তুলকালাম বাঁধান বরপক্ষ। খেপে গিয়ে বরপক্ষ কনেপক্ষের লোকজনকে ঘুষি,লাথি মারতে শুরু করে।
এমনকি লাঠি তুলে নিয়ে উত্তম-মধ্যম দেয় উদ্ধত বরের বাড়ির লোকজন। অগ্নিশর্মা বরপক্ষ এখানেই থেমে থাকেনি।সোজা বিয়ে স্থগিত রেখে দেয়।তখনই তারা বিয়ের আসর ছেড়েও বেরিয়ে যায়। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায়।সেখানে অভিষেক শর্মা নামে এক ব্যক্তি শোভাযাত্রা সহকারে আনন্দ নগর গ্রামে বিয়ে করতে আসেন।ভালোয় ভালোয় সবকিছুই মিটছিল।এমনকি বরমাল্য বিনিময়ও হয়ে যায়। কিন্তু যখন বরপক্ষ জানতে পারে বিয়ে বাড়িতে মাছ –মাংস কিছুই করা হয়নি তখন তাঁরা তাণ্ডব শুরু করে।
নন-ভেজ না থাকায় লঙ্কাকাণ্ড বাঁধায় আমিষভোজীরা।বরের বাবা সুরেন্দ্র শর্মা সেসময় কনেপক্ষ সম্পর্কে অশ্লীল মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।কনের বাবা জানিয়েছেন,অকথা-কুকথা বলায় তা নিয়ে আপত্তি করায় মারমুখী হয়ে ওঠে বরপক্ষ।মারধর থেকে অসভ্যতা সবকিছু দেখে প্রতিবাদ করেন কনেপক্ষ। বিশৃ্ঙ্খলার ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।অভদ্রতাও বিয়ে পন্ড করায় বরপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন কনেপক্ষ। ৫ লক্ষ টাকার পণ নেওয়ার অভিযোগ করে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়ের বাবা। শুধু মাছ –মাংসের জন্য যোগীরাজ্যের এই বিয়ে পন্ড হওয়ার ঘটনা কার্যতঃ নজির তৈরি করেছে।যাঁরা শুধু মাছ-মাংস খাওয়ার লোভে চার হাত এক হতে দিল না তাঁদের নিন্দা করছেন সবমহল ।