ধস ও বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, আটকে একাধিক পর্যটকদের গাড়ি
North Sikkim devastated by landslides and rain, communication system cut off, several tourist vehicles stranded

Truth Of Bengal: বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ এলাকা। একাধিক রাস্তা হয়ে পড়েছে অবরুদ্ধ। ধসের কারণে সম্পূর্ণ বন্ধ চুংথাম থেকে লাচেন যাওয়ার রাস্তা। যার কারণে অন্তত ৫০ টি পর্যটন বোঝাই গাড়ি আটকে পড়েছে। রাতভর প্রবল বৃষ্টির জেরে গাড়ির মধ্যেই আটকেছিলেন পর্যটকরা। পর্যটকদের উদ্ধার করতে নামানো হয় সেনাবাহিনী। ধসে বিধ্বস্ত এলাকাতে রাস্তা স্বাভাবিক করতে কাজ শুরু করেছে সিকিম পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতির জন্য চূড়ান্ত বাধার সম্মুখীন হতে হয় তাদের।
একইসঙ্গে পর্যটকদের উত্তর সিকিম না যাওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। আজও ভারী থেকে অতি ভারীর পূর্বাভাস জারি উত্তরে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে পৌঁছয় চলেছে, তার কোনও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না প্রশাসনের তরফে। এলাকার মানুষদের নিরাপদে থাকার বার্তাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে অতিভারী বৃষ্টির পাশাপাশি ছিল ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। উপড়ে পড়েছে প্রচুর পরিমাণে গাছ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে একাধিক জায়গায়। উত্তর সিকিম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টির মধ্যেই দেখা দেয় ভূমিধস । যার জন্য উত্তর সিকিমের ফিদাং থেকে সঙ্কলং পর্যন্ত রাস্তা সম্পূর্ণ ভাবেই যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ভূমিধস নামে চুংথাং থেকে লাচেন পর্যন্ত রাস্তার মুন্সিথাং-এও।