ভোটের মাঝে শোরগোল! দুদিন ধরে নিখোঁজ থাকার পর কংগ্রেস নেতার পোড়া দেহ উদ্ধার

The Truth Of Bengal: লোকসভা ভোটের মাঝে কংগ্রেস নেতার দেহ উদ্ধার।কংগ্রেস নেতা কেপিকে জয়কুমারের পোড়া দেহ মেলায় শোরগোল তামিলনাড়ুতে। একটি চাষের জমিতে তাঁর অগ্নিদগ্ধ দেহ দেখতে পান স্থানীয়রা। গত ২দিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন।তিরুনেভেলির এই নেতাকে কী খুন করা হয়েছে ? নাকি অন্য কোনও কারণে এই ঘটনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। এরমধ্যে পুলিশ স্পেশাল টিম বা সিট গঠন করে তদন্তে নেমেছে।
জানা গেছে,পোড়া দেহের পাশে একটি হাতে লেখা কাগজও উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” তবে ওই লেখাটি জয়কুমার লিখেছিলেন, না অন্য কেউ লিখে রেখে যায়,তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সুপার এন সিলামবারাসন জানিয়েছেন,৩টি স্পেশাল টিম এই রহস্যজনক ঘটনার কিনারা করতে তদন্তে তত্পর হয়েছে।
প্রসঙ্গতঃ তিরুনেভেলির জেলা কংগ্রেস সভাপতি কেপিকে জয়কুমার।তাঁর ছেলে এবিষয়ে শুক্রবার অভিযোগ দায়ের করেন থানায়।বৃহস্পতিবার থেকে তাঁকে খুঁজে না পাওয়া যায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।এই ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।