দেশ
Trending

ভুয়ো হোটেল রেটিংয়ের জালিয়াতির চক্করে ২০ লাখ খোয়ালেন নয়ডার যুবক

Noida youth lost 20 lakhs in fake hotel rating scam

The Truth Of Bengal, Mou Basu:  গুগল ম্যাপে সামান্য বিভিন্ন হোটেলের রেটিং দেওয়াই যে বিভীষিকার হয়ে উঠবে তা বোধহয় ঘুন্নাক্ষরেও বুঝতে পারেননি গ্রেটার নয়ডার বাসিন্দা সন্দীপ কুমার। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় এখন আর্থিক জালিয়াতির সংখ্যা ভীষণ ভাবে বেড়ে গেছে। এবার সেই তালিকায় যোগ হল গুগল ম্যাপের নাম। গুগল ম্যাপে হোটেলের রেটিং দিতে গিয়ে জালিয়াতির শিকার হন গ্রেটার নয়ডার ওই ব্যক্তি।

সাইবার জালিয়াতির শিকার হয়ে ২০.৫৪ লাখ টাকা খুইয়েছেন তিনি। জানুয়ারিতে ঘটনা ঘটলেও সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ জানান তিনি।পুলিশের কাছে সন্দীপ কুমার নামে ওই ব্যক্তি জানান, তিনি গ্রেটার নয়ডার চি-১ সেক্টরের বাসিন্দা। হোয়াটসঅ্যাপে বাড়ি থেকে কাজ করার তিনি অফার পান। তাঁকে বলা হয় গুগল ম্যাপ মারফত তিনি যদি বিভিন্ন হোটেলের রেটিং দেন তার বিনিময় তিনি আর্থিক ভাবে লাভবান হবেন। তিনি প্রাথমিক ভাবে চাকরির ওই অফার পেয়ে সেটি লুফে নেন। এরপরই তাঁকে সামাজিক মাধ্যম টেলিগ্রামে ১০০ জন সদস্যের একটি গ্রুপে যুক্ত করা হয়। প্রথমে তাঁকে হোটেলের রেটিং দিতে বলা হয়। পরের ধাপে তাঁর বিশ্বাস অর্জন করে আর্থিক বিনিয়োগ করতে বাধ্য করে জালিয়াতরা। প্রথমে তিনি ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন। কিন্তু তিনি টাকা তুলতে গেলে তিনি বাধাপ্রাপ্ত হন। তাঁকে ৫ লাখ টাকা কর বাবদ জমা করতে বলা হয়। নাহলে তিনি নিজের হকের ৫০ হাজার টাকা পাবেন না বলে একপ্রকার হুমকি দেয় জালিয়াতরা। এরপর সন্দীপ বুঝতে পারেন তিনি জালিয়াতদের খপ্পরে পড়েছেন।

তিনি মোট বিনিয়োগের ২০,৫৪,৪৬৪ লাখ টাকা তুলতে পারেননি। এরপরই পুলিশের কাছে সাইবার অপরাধের অভিযোগ দায়ের করেন। বিশেষজ্ঞদের মনে, চাকরি বা বিনিয়োগের অফার এলে তার সত্যতা ভালো করে যাচাই করুন। সংস্থা বা যে ব্যক্তি অফার করছে তার পরিচয় যাচাই করুন। লাভ করতে অতিরিক্ত কর, ফি দিতে বললে সাবধান হন। সত্যিকারের বিনিয়োগ বা চাকরিতে এরকম কিছু করতে হয় না। ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্ক লেনদেনের কথা অচেনা অজানা কারোর সঙ্গে শেয়ার করবেন না। টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত আর্থিক লেনদেন করবেন না। মোটা অঙ্কের আর্থিক বিনিয়োগের আগে পরিজনদের সঙ্গে পরামর্শ করুন। আর্থিক লেনদেন সংক্রান্ত লেখায় বানান ভুল আছে কিনা দেখুন। সে রকম হলে জালিয়াতির বিষয় সতর্ক থাকুন।

Related Articles