দেশ

সুপ্রিমকোর্টে বড় ধাক্কা নীতীশ সরকারের, সংরক্ষণ আইন বাতিলের সিদ্ধান্ত বহাল

Nitish government's decision to cancel the reservation law is upheld in the Supreme Court

The Truth Of Bengal: শীর্ষ আদালতে বড় ধাক্কা খেল বিহারের নীতীশ কুমার সরকার।উল্লেখ্য,সংরক্ষণ আইন বাতিলের নির্দেশ দেয় পাটনা হাইকোর্ট।সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যায় বিহার সরকার।কিন্তু হাইকোর্টের সেই সিদ্ধান্তের বিষয়ে কোনওরকম স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত।ফলে বিহারের সংরক্ষণ আইন বাতিলের সিদ্ধান্ত আপাতত বহাল রাখল সুপ্রিমকোর্ট।

বলা যায়, বিহার সরকার তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল। শিক্ষা থেকে চাকরি   সব ক্ষেত্রে এই সংরক্ষণের সুবিধা পাওয়া যেত। গত বছরের নভেম্বরে বিহারের বিধানসভায় এই সংক্রান্ত আইন পাশ হয়েছিল। যারজন্য  অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণ যুক্ত করে, মোট ৭৫ শতাংশ সংরক্ষণ চালুর প্রস্তাব দেওয়া হয় সংশোধিত আইনে। তবে চলতি বছরের ২০ জুন পটনা হাই কোর্ট ওই আইন বাতিলের নির্দেশ দিয়েছিল।এখন সুপ্রিমকোর্ট হাইকোর্টের সিদ্ধান্তের ওপর কোনওরকম স্থগিতাদেশ না দেওয়ায় বিহারের নীতীশকুমার সরকার যে ধাক্কা খেল তা বলাই যায়।

আগামী বছর বিহারে হবে বিধানসভা ভোট।তাই  জাতপাতের রাজনীতিকে লালনপালন করে  নীতীশকুমার বিহারে লক্ষ্যভেদ করতে চাইছেন।কারণ বিরোধী ইন্ডিয়া জোটের শরিকরা ঐক্যবদ্ধ হওয়ায় শাসকজোট বিজেপি ও জেডিইউ কিছুটা চাপে রয়েছে।লোকসভা ভোটে  বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে, এনডিএ জিতছে ৩০টি আসন । বিজেপি এবং জেডিইউ ১২টি করে। এজেপিআর পাঁচটি আসনে জয়ী হয়  । অন্য দিকে, বিরোধী জোটের শরিক আরজেডি ৪টিতে, কংগ্রেস ৩টিতে এবং সিপিআইএমএল লিবারেশন ২’টি লোকসভা আসন  পায়।তাই বিধানসভায় জাতপাতের অঙ্ক ঘুরে গেলে নীতীশ –বিজেপির রাজনৈতিক শক্তি যে কমতে পারে তার আভাস পাচ্ছে রাজনৈতিক মহল।

 

 

Related Articles