দেশের মধ্যে খালিস্তানিদের বিরুদ্ধে কড়া অভিযান এনআইয়ের, দেশজুড়ে ৫০টি জায়গায় তল্লাশি
NI's tough campaign against Khalistan in the country

The Truth of Bengal: খালিস্তানিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভারতসরকার। সূত্রের খবর, পঞ্জাবে হিন্দু নেতাদের উপর হামলার ছক কষেছিল পাকিস্তান ও কানাডার সঙ্গে সংযোগর রক্ষা করা খালিস্তানি সদস্যরা। পঞ্জাবের গ্যআংস্টার লরেন্স বিষ্ণোই এবং অরসদীপ দাল্লার বিভিন্ন ঘাঁটিতে অভিযান বলে এনআইএসূত্রের খবর।এনআইএের তরফে জানানো হয়েছে, দল্লা এবং গৌরব পাটিয়াল বর্তমানে দেশ থেকে পালিয়ে বিদেশে গা ঢাকা দিয়ে রয়েছে।, তাদের সঙ্গে খালিস্তানি নেতাদের ভালো যোগ রয়েছে।
এই গ্যাংস্টারেরা মূলত টাকা নিয়ে সুপারি সিলিং করে থাকে।এদের নেটওয়ার্ক রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং দিল্লিতে। গোপন সূত্রের খবর, পেয়ে এই সব জায়গায় মোট তিরিশটি জায়গায় অভিযান চালানো হয়। এদের সিন্ডিকেটগুলির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আর সিন্ডিকেট পরিচালিত হয় দুবাই থেকে গত বছরের অগাস্টে বেশ কয়েকটি মামলা রুজু করে এনআইএ, তার ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, এনআইএ গত সপ্তাহে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে, চণ্ডীগড় এবং অমৃতসরে কানাডা নিবাসী খালিস্তানি নেতা, পান্নুর সম্পত্তি বাজেয়াপ্ত করে। পান্নু, ২০১৯ সাল থেকে সন্ত্রাসী কার্যকলাপে ওয়ান্টেড, শুধুমাত্র পাঞ্জাবে ২২টি ফৌজদারি মামলা রায়েছে তার বিরুদ্ধে। যার তিনটি রাষ্ট্রদ্রোহ।এর দুই দিন আগে সংস্থাটি পাঞ্জাব ও হরিয়ানা জুড়ে 1,000টিরও বেশি স্থানে অভিযান চালিয়েছিল; এগুলি গোল্ডি ব্রারের সাথে যুক্ত ছিল, যিনি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ।
Free Access