দেশ

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে ঘটনায় মূল সন্দেহভাজনকে আটক NIA-এর

NIA arrests prime suspect in Rameswaram cafe blast case

The Truth of Bengal: দিনটা ছিল ১ লা মার্চ। বিস্ফোরণে কেঁপে উঠেছিল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে। বিস্ফোরণে আহত হয়েছিল ১০ জন। এবার সেই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করল এনআইএ। আটক করা দুষ্কৃতির নাম সাব্বির। ধৃত ব্যক্তি কোথায় কোথায় গেছে সেই ভ্রমণ ইতিহাস ধাওয়া করেই এনআইএ সদস্যরা ওই ব্যক্তিকে আটক করতে সফল হয় বলে খবর। কর্ণাটকের বাল্লারি থেকে সাব্বির কে আটক করে এনআইএ। এর আগের সপ্তাহেও দু জনকে আটক করেছিল তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য ১ লা মার্চ ঘটে যাওয়া বিস্ফোরণে ব্যবহার  করা হয়েছিল আইইডি বিস্ফোরণ। তবে কম মাত্রায় বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে জোড়ালো বিস্ফোরণের হাত থেকে রক্ষা মেলে। তবে ক্যাফের বেশকিছু জায়গা ক্ষতিগ্রত হয়। এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। বিস্ফোরণটির তদন্তভার যায়, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে। তদন্তের স্বার্থেই ঘটনাস্থল থেকে গোয়েন্দারা উদ্ধার করে একাধিক সামগ্রী। বিস্ফোরণের পরই বন্ধও করে দেওয়া হয়েছিল ক্যাফের দরজা। তারপর ৮ দিন পরে জনসাধারণের জন্য খুলে যায় রামেশ্বরম ক্যাফের দরজা। তবে এবার থেকে ক্যাফে চত্বরে নেওয়া হয়েছে বারতি সতর্কতা।

গত সপ্তাহেও দুই জনকে আটক করেছিল এনআইএ। যাদের মধ্যে রয়েছে কাউল বাজারের এক বস্ত্র ব্যবসায়ী ও ভারতের ইসলামিক রাজনৈতিক ও সামাজিক সংগঠন পিএফআই এর সক্রিয় সদস্য। তদন্তকারী সংস্থার মতে এই পিএফআই এর সক্রিয় সদস্যই হলেন বিস্ফোরণের প্রধান মাস্টার মাইন্ড। ক্যাফেতে বোমা রেখে যাওয়া ব্যক্তিকেও উস্কানি দিয়েছে এই পিএফআই সদস্য। এর আগে গত সপ্তাহে এনআইএ এর পক্ষ থেকে দুষ্কৃতীদের ধরে আনতে পারলে ১০ লক্ষ টাকার পুরষ্কার দেওয়ার কথা জানিয়েছিল। দুষ্কৃতীদের খুঁজে বের করতে এনআইএ তদন্তের পাশাপাশি পুলিশও তৎপরতার স ঙ্গে কাজ করে চলেছেন।

Related Articles