
The Truth of Bengal: গন্ধ শুঁকে শুঁকে বিস্ফোরকের সন্ধান দেওয়া হোক কিংবা শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে প্রাণদিয়ে লড়াই হোক, সেনাবাহিনীতে সারমেও দের অবদান অস্বীকার্য। এবার এক ‘অন্য’ চারপেয়র উপর ভরসা করবে সেনা। তারও রয়েছে রয়েছে চারটি পা। চার পায়ে ভর করে দুর্গম পথও অতিক্রম করতে পারে চোখের নিমেষে। তেড়ে যেতে পারে শত্রুদের দিকে। বিপদ হলেই ঝাঁপিয়ে পড়ার ক্ষমতাও রয়েছে তার। তবে এই সারমেওটি জীবন্ত নয় এটা নিছকই যন্ত্র। বিশেষ এই যন্ত্র দেখতে খানিকটা সারমেয়র মতোই।
আর এই ‘রোবট কুকুর’ এর অন্তর্ভুক্তিকরণ হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীতে। নাম দেওয়া হয়েছে মিউল (MULE)। সম্পূর্ণ নাম মাল্টি-ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট (Multi-Utility Legged Equipment)। খুব শীঘ্রই সেনা মিউলকে সকলের সামনে আনবে বলে জানা গিয়েছে। চেহারা ও আকারের দিক থেকে এই রোবটটি দেখতে অনেকটা কুকুরের মতো। এটির ওজন ৫১ কেজি। এর দৈর্ঘ্য ২৭ ইঞ্চি। মাত্র এক ঘণ্টার মধ্যে ফুলচার্জ হয়ে যাবে রোবটটিতে। একটানা ১০ ঘণ্টা কাজ করতে সক্ষম রোবটটি। MULE এর একটি পেলোড ক্ষমতা ১২ কিলোগ্রাম। ক্যামেরা ও সেন্সর ছাড়াও সেনা কর্মীদের যে কোনও বিপদ থেকে রক্ষা করতে শত্রুর লক্ষ্যবস্তুতে গুলি চালানোর প্রযুক্তিও রয়েছে এটিতে।
এই রোবট কুকুর MULE-এর বৈশিষ্ট্য হলো থার্মাল ক্যামেরা ও রাডার দিয়ে সজ্জিত। এই রোবটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটির ডিজাইন। এমনভাবে এটিকে তৈরি করা হয়েছে যাতে বরফ, মরুভূমি, রুক্ষ ভূমি, উঁচু সিঁড়ি এমনকি পাহাড়ি এলাকার বাধা-বিপত্তি নির্বিঘ্নে অতিক্রম করে লক্ষ্যে পৌঁছতে সফল হয়। শুধু তাই নয়, এতে রয়েছে বিশেষ প্রযুক্তি। এই রোবট সেই প্রযুক্তিকে হাতিয়ার করে শত্রুতে তাক করে গুলিও ছুড়তে পারবে। ১২ মার্চ রাজস্থানের পোখরানে ভারতীয় সেনাবাহিনী দেশীয় অস্ত্র ও সরঞ্জামের শক্তি প্রদর্শন করবে। সেখানেই পরীক্ষা করা হবে এই রোবট কুকুরটির দক্ষতা। একটি ছোট ভিডিয়োও পোস্ট করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক্স হ্যান্ডেলে। সেখানে ‘অ্যাকশন মোডে’ দেখা গিয়েছে রোবট কুকুর মিউলকে।