দেশ

ভোট আবহে রং পাল্টে নয়া বিতর্কে ডিডি নিউজ

DD news in new logo

The Truth of Bengal: আগেই ডিডি ইন্ডিয়ার লোগো পরিবর্তিত হয়েছিল। এবার লোকসভা ভোটের প্রাক্কালে বদলে গেল ডিডি নিউজের লোগো। এবং কাকতালীয়ভাবে ডিডি নিউজের লোগোর রং লাল থেকে পাল্টে হয়ে গেল গেড়ুয়া। তাই, লোগোর রং পাল্টে নতুন বিতর্কে জড়ালো ডিডি নিউজ।

আগেই ডিডি ইন্ডিয়ার লোগো পাল্টানো হয়েছিল। এবার নির্বাচনী আবহে পাল্টে গেল ডিডি নিউজের লোগোও। গত ১৬ এপ্রিল একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমের এই চ্যানেলের সেট ডিজাইন, লোগো এবং অন্যান্য বিষয়ের পরিবর্তনের কথা প্রকাশ্যে আনা হয়। ভারতের সরকারি ব্রডকাস্টার প্রসার ভারতী ডিডি নিউজের লোগো লাল রং থেকে পাল্টে গেরুয়া করা হল। আর এরপরই তৈরি হয়েছে নয়া বিতর্ক। বিরোধী দল এবং মিডিয়া এক্সপার্টরা গোটা বিষয়টার তীব্র নিন্দা করেছে।

বিতর্ক উসকে যাওয়ার পর সাফাই দিয়েছেন প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদি। তিনি জানিয়েছেন, ‘রংটা কমলা। ছয় সাতমাস আগে আমরা ডিডি ইন্ডিয়ার লোগোও একই রঙের করেছি জি ২০ এর আগে। তাই সেটার সঙ্গে মিল রাখতেই এটাকে পাল্টানো হল। নতুন লোগোতে কমলা, হলুদ, কালো এই তিনটি রং ব্যবহার করা হয়েছে। কাকতালীয়ভাবে কমলা থাকলেও তাঁর মতে এই তিনটি রং ভীষণভাবে আকর্ষণ করে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বিজেপি জমানায় দূরদর্শনে বিজেপির হয়ে নানা তথ্য প্রচার করা হচ্ছে অনেক বেশি মাত্রায়। তাই প্রসার ভারতীর সিও ব্যাপারটাকে তেমন আমল না দিলেও লোকসভা ভোটের আগে ভারতের সরকারি ব্রডকাস্টার প্রসার ভারতী ডিডি নিউজের লোগো লাল থেকে গেরুয়া হওয়ায় যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছে দেশের রাজনৈতিকমহল।