কর্নাটকের নীলামঙ্গলে পথদু্র্ঘটনায় নয়া তথ্য, নিয়ন্ত্রণ হারিয়েই ধাক্কা ট্রাকের?
New information on Nilamangale road accident in Karnataka

Truth Of Bengal: কর্নাটকের নীলামঙ্গলে পথদু্র্ঘটনায় নয়া তথ্য। ট্রাকের ড্রাইভার জানিয়েছেন, তাঁর ট্রাকের সামনেই একটা গাড়ি ছিল। সংঘর্ষ এড়াতেই ট্রাকটি রোড ডিভাইডারের দিকে ঘোরান তিনি। তাতেই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সম্পর্কিত কোনও তথ্য পুলিশ দিচ্ছে না কারণ তাতে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিএসপি ব়্যাঙ্কের এক অফিসার এই কেসের তদন্ত করছেন। ঘটনাস্থলের আশেপাশে যেসব সিসিটিভি রয়েছে, সেসব খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘আমরা একটি কেস স্টাডি করছি। তবে, তদন্ত ঠিক কোন পথে, তা এখনই খোলসা করা উচিত হবে না’।
উল্লেখ্য, সাংবাদিকদের ট্রাক ড্রাইভার আরিফ জানিয়েছেন, ৪০ কিমি প্রতি ঘণ্টায় স্পিডে তিনি ট্রাক চালাচ্ছিলেন। হঠাৎই তাঁর সামনে একটি গাড়ি চলে আসে। আরিফ আরও বলেন, ‘সঙ্গে সঙ্গে ব্রেক কষে গাড়িটি। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। গাড়িটিতে যাতে ধাক্কা না লাগে, তাই ডিভাইডারের দিকে ট্রাকটি ঘোরাই। ওদিক দিয়ে আরেকটি গাড়ি আসছিল। আমি আবারও বাঁ দিকে টার্ন নিই। তাতেই দুর্ঘটনা ঘটে’।
প্রসঙ্গত, গত শনিবার কর্নাটকের নীলামঙ্গলায় এই দুর্ঘটনাটি ঘটে। একই পরিবারের ছ জনের মৃত্যু হয় এই ঘটনায়।