
The Truth of Bengal: আবার করোনার আতঙ্ক। উদ্বেগের কারণ মারণ ভাইরাসের নয়া উপরূপ JN.1-এর বাড়বাড়ন্ত। বিশেষজ্ঞদের দাবি, এই সাবভ্যারিয়েন্টের ধাক্কায় বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারী! এমনই দাবি করেছে জাপানের নতুন গবেষণা। জাপানের শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা রিকেন নয়া রিপোর্ট পেশ করে সতর্কতা জারি করেছে।
সেই রিপোর্টে বলা হয়েছে, মানবদেহের কোষে করোনা ভাইরাস জেঁকে বসলে হৃদযন্ত্রের উপরে প্রভাব ছড়াতে থাকে। ফলে যাঁরাই এই অসুখে ভুগেছেন, তাঁদের সকলেরই হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তবে রেডক্লিফের মেডিক্যাল ল্যাবরেটরির ডিরেক্টর সোহিনী সেনগুপ্ত জানিয়েছেন, এখনও এই নিয়ে চূড়ান্ত কথা বলার সময় আসেনি। এর জন্য আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন।
এদিকে ভারতের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পওয়ার জানান, প্রত্যেক রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। বিশেষ করে সতর্ক থাকতে হবে প্রবীণ নাগরিকদের। তবে এখনই উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত এই সাব ভ্যারিয়েন্টে সেরকম ভয়ের কোনও কারণ নেই।