দেশ

নিট ইউজি: প্রশ্নফাঁস পাটনা ও হাজারিবাগে সীমাবদ্ধ ছিল, জানাল সুপ্রিম কোর্ট

NET UG: Question loopholes were limited to Patna and Hazaribagh, Supreme Court said

The Truth Of Bengal: নিট ইউজি-র প্রশ্নফাঁস ব্যাপক আকারে হয়নি। পাটনা ও হাজারিবাগের মধ্যে তা সীমাবদ্ধ ছিল। এমনই পর্যবেক্ষণে দেশের শীর্ষ আদালতের। শুক্রবার আদালত বলেছে, নিট ইউজি পরীক্ষা পরিচালনায় কোনও পদ্ধতিগত লঙ্ঘন হয়নি। প্রশ্নপত্র ফাঁস শুধুমাত্র পাটনা এবং হাজারিবাগে সীমাবদ্ধ ছিল।

সুপ্রিম কোর্ট বলেছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির অবশ্যই ফ্লিপ-ফ্লপ পদ্ধতি এড়াতে হবে। দেড় হাজারের বেশি শিক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। তারপরে তাঁদের গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। পরে পুনরায় পরীক্ষার জন্য ডাকা হয়েছিল তাঁদের।

অন্যদিকে, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। মোট ৬ ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে। দেশের বিভিন্ন রাজ্য থেকে অভিযুক্তদের গ্রেফতার করে সিবিআই। প্রথম অভিযোগ দায়ের হয়েছিল বিহারের শাস্ত্রীনগর থানায়। গত ২৩ জুন তদন্তভার পায় সিবিআই। তারপর থেকে বিভিন্ন ভাবে তথ্যপ্রমাণ জোগাড় করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিহার থেকেই গ্রেফতার হয়েছে ১৫ জন। তদন্ত চলাকালীন এই প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। তদন্ত সম্পূর্ণ হলে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে। অত্যন্ত দ্রুততার সঙ্গে সিবিআই চার্জশিট পেশ করেছে।

মে মাসের ৫ তারিখে নিট ইউজি পরীক্ষা হয়। ফলপ্রকাশের পরে দেখা যায়, প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। যা কোনও ভাবেই সম্ভব নয়। ফলে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। পরীক্ষা নিয়ে নানা অভিযোগ ওঠে। প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে অনৈতিক ভাবে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগও ওঠে। পরে গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারটি স্বীকার করে নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়।

 

Related Articles