দেশ

নেপালে ভয়াবহ ভূমিকম্প! মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৯, আহত বহু

Nepal Earthquake

The Truth of Bengal: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। শুক্রবার রাত ১১টা ৩৯  নাগাদ কেঁপে ওঠে পড়শি দেশের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। কেন্দ্রস্থল ছিল নেপালের ১০ কিলোমিটার গভীরে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২৯। ধ্বংসস্তুপের তলায় অনেকের আটকে রয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রশাসনের আশঙ্কা, সময়ের সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জানা যাচ্ছে, সবথেকে খারাপ পরিস্থিতি রুকুম পশ্চিম এবা জাজরাকোটে। রুকুম পশ্চিমের ডিএসপি নমরাজ ভট্টরাই ও জাজারকোর্টের ডিএসপি সন্তোষ রোক্কা জানিয়েছেন, এই জায়গাগুলিতে কম্পনের তীব্রতা ছিল সবথেকে বেশি। এখনও পর্যন্ত রুকুম পশ্চিমে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৬ এবং ৮৫ জন আহত হয়েছেন, অন্যদিকে, জাজারকোটে ভূমিকম্পে ৯২ জনের মৃত্যু ও আহত হয়েছেন ৫৫ জন।

এই ভূমিকম্পের রেশ এসে পড়ে ভারতেও। দিল্লি, এনসিআর, উত্তরপ্রদেশ, গুরুগ্রাম, বিহার, মধ্যপ্রদেশে কম্পনের টের পাওয়া যায়। অনেকেই আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে চলে আসে। শনিবার সকালে এক্স হ্যান্ডেলে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নেপালের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি পড়শি দেশকে সম্ভাব্য সহায়তা করা হবে বলে আশ্বাসও দিয়েছে। এছাড়া মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও আহতদের দ্রুত আরোগ্যকামনা করেছেন প্রধানমন্ত্রী মোদি।

Free Access

Related Articles