
The Truth of Bengal: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর নতুন ডিরেক্টর জেনারেল বা ডিজি হলেন নীনা সিংহ। এই প্রথম কোনও মহিলা সিআইএসএফ-এর প্রধান হলেন। বৃহস্পতিবার নীনাকে ডিজি পদে নিয়োগ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত ওই পদ সামলাবেন তিনি।
দিল্লি মেট্রো-সহ দেশের সমস্ত বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ আধা সামরিক বাহিনী প্রধান হয়ে ইতিহাস তৈরি করলেন নীনা সিংহ। এর আগে রাজস্থান পুলিশের প্রথম মহিলা প্রধান হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি।দেশে ফের নারী শক্তির জয়। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ-এর প্রথম মহিলা ডিজি হলেন নিনা সিংহ। রাজস্থান ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার নিনা সিংহ ।
কেন্দ্রীয় বাহিনীর শীর্ষপদে বড়সড় পরিবর্তন আনল স্বরাষ্ট্রমন্ত্রক। অমিত শাহর মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে সিআরপিএফ, আইটিবিপি ও সিআইএসএফ-এর নতুন ডিজি নিয়োগ করা হয়েছে। আইপিএস নিনা সিংকে সিআইএসএফ-এর স্পেশাল ডিজি পদ থেকে নিয়ে আসা হল ডিজি পদে। রিপোর্ট অনুযায়ী, আইবি আধিকারিক রাহুল রাসগোত্রকে আইটিবিপি প্রধান পদে বসানো হয়েছে। ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাহুল বর্তমানে ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর পদে আছেন।