পথ দুর্ঘটনায় আহত হলে এবার থেকে মিলবে চিকিৎসা বাবদ আর্থিক সাহায্য! ন্যাশনাল হেলথ অথরিটির উদ্যোগে নয়া প্রকল্প
National Health Authority's new project, if injured in a road accident will get financial help for treatment from now on

The Truth Of Bengal : পথ দুর্ঘটনায় কেউ আহত হলে এবার থেকে মিলবে চিকিৎসা বাবদ আর্থিক সাহায্য। ন্যাশনাল হেলথ অথরিটির উদ্যোগে নয়া এই প্রকল্প শুরু হয়েছে। তবে বর্তমানে এই প্রকল্পটি পাইলট প্রজেক্ট হিসাবেই শুরু হয়েছে। দেশের অন্যতম কেন্দ্রীয় শাসিত এলাকা চণ্ডীগড়ে এই প্রকল্পের কাজ সূচনা হয়েছে। চণ্ডীগড়ে এটি সফল হলে গোটা দেশে চালু হয়ে যাবে এই প্রকল্প।
জানা গিয়েছে, সারা দেশ ব্যপী পথ দুর্ঘটনায় যদি কেউ আহত হন, তাহলে সেই ব্যক্তিকে প্রতি দুর্ঘটনা পিছু দেড় লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সাত দিন পর্যন্ত চিকিৎসার খরচ বহন করবে কেন্দ্র। মটোর ভেহিকেলস অ্যাক্সিডেন্ট ফান্ড থেকে এই অর্থ দেওয়া হবে। তবে এখনই এই প্রকল্পটিকে সারা দেশে চালু করা হচ্ছে না।
পাইলট প্রজেক্ট হিসাবে এটিকে প্রথমে চণ্ডীগড়ে চালু করা হয়েছে। ২০২২ সালে এই চণ্ডীগড়ে ২৩৭টি পথ দুর্ঘটনার ঘটনা হয়েছে। এই পথ দুর্ঘটনার মধ্যে ৭৯টি ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ১১৩টি কম মাপের দুর্ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে তাই পথ দুর্ঘটনায় ক্যাসলেস ট্রিটমেন্ট চালু করতে চলেছে কেন্দ্র। সড়ক ও হাইওয়ে মন্ত্রকের তরফে পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, ২০২২ সালে সারা দেশজুড়ে পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে ৪ লক্ষ ৬১ হাজার ৩১২টি। সেখানে আহত হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৩১৬ জনের। কেন্দ্রের এই নতুন প্রকল্প সারা দেশে চালু হলে অনেকেই এর ফলে উপকৃত হবেন বলে অভিমত ওয়াকিবহাল মহলের।
FREE ACCESS