দেশ

জম্মু-কাশ্মীরের স্কুলে স্কুলে এবার বাজবে জাতীয় সঙ্গীত

National Anthem will be played in schools in Jammu and Kashmir

The Truth Of Bengal :  জম্মু ও কাশ্মীরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। এবারে মনে প্রশ্ন আসছে তো কি সেই নির্দেশিকা? সম্প্রতি জম্মু ও কাশ্মীরের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করল রাজ্য শিক্ষা প্রশাসন। স্কুল শিক্ষা দফতরের জন্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি অলোক কুমার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।

জারি করা সেই বিজ্ঞপ্তিতে লেখা ছিল, ” সমস্ত শিক্ষার্থীদের মানসিক প্রশান্তির মূল্যবোধকে লালন পালন করতে প্রত্যেকদিন স্কুলে ঢুকে শুরুতেই সকলকে জাতীয় সঙ্গীত গাইতে হবে। এই জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করতে হবে স্কুলের শুভারম্ভ। ছাত্র-ছাত্রীদের মধ্যে ঐক্য এবং শৃঙ্খলার বোধ জাগিয়ে তুলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে প্রায় ২০ মিনিটের জন্য ছাত্র-ছাত্রীদের একত্রিত হতে হবে। শুধু শিক্ষার্থীরা নয় এই সময় উপস্থিত থাকতে হবে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদেরও। সবাই একত্রিত হয়ে একটি নির্ধারিত জায়গায় এ জাতীয় সঙ্গীত গাইতে হবে। এছাড়াও প্রত্যেকদিন তিন থেকে চারজন ছাত্রছাত্রী বা শিক্ষককে বাধ্যতামূলকভাবে কোন একটি বিষয়ে সচেতনতা এবং প্রেরণামূলক বক্তৃতা দিতে হবে। যার প্রধান বিষয় হবে মহান ব্যক্তিত্ব, যোদ্ধাদের আত্মজীবনী, সততা, সম্মান, দায়িত্ব, কর্তব্য, নাগরিকত্ব এবং সাংবিধানিক মূল্যবোধের মত মূল্যবোধ।

তবে অলোক আরো জানান, তিনি লক্ষ্য করেছেন এই ধরনের আচার এবং ঐতিহ্য জম্মু-কাশ্মীরের বিভিন্ন স্কুলে সমানভাবে পরিচালিত হচ্ছে না। আর তাই এবার কড়া নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। প্রসঙ্গত কেন্দ্রশাসিত অঞ্চলে ১৮,৭২৩টি সরকারি স্কুল রয়েছে। যার মধ্যে ৪৯৬৬ টি প্রাথমিক বিদ্যালয়, ৭২২৮টি উচ্চ প্রাথমিক, ১৭৪১ টি উচ্চ বিদ্যালয় এবং ৭৮৮ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই সমস্ত স্কুলে জারি করা হবে এই নির্দেশিকা।

Related Articles