উত্তরাখণ্ডের পার্বতীকুণ্ডে পুজো দিলেন প্রধানমন্ত্রী, আদি কৈলাসের কাছে আশির্বাদ কামনা করলেন তিনি
Narendra Modi Pray before Adi Kailash

The Truth of Bengal: চলতি বছরেই পাঁচ রাজ্যের নির্বাচন, তারপর চব্বিশে দেশের সাধারণ নির্বাচন। তার আগেই উত্তরাখণ্ড সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডে একাধিক প্রকল্পের সূচা করেন তিনি। তার আগে পিথোরাগড় জেলায় পার্বতীকুণ্ডে পুজো দিলেন প্রধানমন্ত্রী।
প্রশাসনিক সূত্রের খবর, উত্তরাখণ্ডে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পের মোট খরচ ৪২০০ কোটি টাকা। যদিও প্রকল্পের সূচনা পর্বের আগেই উত্তরাখণ্ডে পার্বতীকুণ্ডে পুজো দেন প্রধানমন্ত্রী। মন্দিরের বিধি ও আচার মেনেই তিনি অন্দরে প্রবেশ করেন। মন্দিরের বাইরে নন্দীর মূর্তিতে ধূপ দেখান, ডমরু বাজিয়ে আরতি করেন প্রধানমন্ত্রী মোদী। পার্বতী কুণ্ডে পুজোর পর্ব মিটিয়ে মন্দির সংলগ্ন হ্রদের সামনে বসে আদি কৈলাসের কাছে প্রার্থনা করেন।
পুজো, প্রার্থনার পর, মন্দির চত্বরে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। এক বৃদ্ধা মহিলার সঙ্গে হাত মেলান নরেন্দ্র মোদী। তাঁর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন, ওই বৃদ্ধাও প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন। পাশে এক মহিলার কোলে থাকা একটি শিশুকে আদর করতে দেখা যায়। এদিন, প্রধানমন্ত্রী কথা বলেন, সেনাকর্মী, আইটিবিপি জওয়ান এবং বিআরও আধিকারিকদের সঙ্গে।