দেশ

ব্রুণেই সফর শেষে সিঙ্গাপুরে নরেন্দ্র মোদি

Narendra Modi in Singapore after Brunei visit

Truth of Bengal: দুদিনের ব্রুণেই সফর শেষে এবার সিঙ্গাপুর সফরে প্রধানমন্ত্রী। এই নিয়ে পঞ্চমবারের জন্য সিঙ্গাপুর সফরে তিনি। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও ভারতীয় বংশোদ্ভুত প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নরেন্দ্র মোদির। যে বৈঠকে উপস্থিত থাকবেন দেশের বহু গুরুত্বপূর্ইণ শিল্প বাণিজ্য কর্তারা। মঙ্গলবারই ব্রুণেইতে পৌঁছেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ ৪০ বছরের কুটবনৈতিক সম্পর্ক এই দুই দেশের মধ্যে।

তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের জন্য ব্রুণেই-এর মাটি ছুঁলেন। ব্রুণেইতে পা রাখা মাত্রই বিখ্যাত ওমন আলি সইফুদ্দিন মসজিদ পরিদর্শণে যান ভারতের প্রধানমন্ত্রী। সেই মসজিদে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ব্রুণেইয়ের ধর্ম বিষয়ক মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। সেইসঙ্গে মঙ্গলবারই ভারতের প্রধানমন্ত্রী ব্রুণেইয়ের ভারতীয় দূতাবাসের একটি অংশেরও উদ্বোধন করেন।

ব্রুণেইয়ের বন্দর, সেরি বেগওয়ানে, য়যেখানে এই মসজিদটি উপস্থিত রয়েছে, সেখানেই রয়েছে ব্রুণেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার সরকারী বাসভবন। ইতিমধ্যেই হাসানালের সঙক্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন নরেন্দ্র মোদি। সেখানে আলোচনা শেষে নৈশভোজেও যোগদান করেন তিনি। তবে এবার সেই ব্রুণেই সফর শেষে নরেন্দ্র মোদির পরের গন্তব্য হয় সিঙ্গাপুর।

মূল উদ্দেশ্য ব্রুণেই, সিঙ্গাপুর সহ একাধিক অঞ্চলের সঙ্গে ভারতের কুটনৈতিক সম্পর্ক পোক্ত করা। সেখানকার রাষ্ট্রপ্রধান ও শিল্প বাণিজ্য কর্তাদের তাদের তাঁর বৈঠক করার কথা। আলোচনায়, উৎপাদন, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি সহ একাধিক বিষয় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তারপরই দুদিনের সিঙ্গাপুর সফর শেষ করে দেশের ফেরার কথা রয়েছে তাঁর।

Related Articles