আন্তর্জাতিকদেশ

এআই নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা সারলেন নরেন্দ্র মোদি

Truth of Bengal : বর্তমান সময়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বেড়েছে।উন্নতও আধুনিক দেশে এআই ব্যবহার বহুলাংশে বেড়ে গেছে। চিকিত্সা বিজ্ঞান, অভিনয়, সঞ্চালনা সহ নানা কাজে এআই পূর্ণমাত্রায় ব্যবহার করা হচ্ছে।এর মাঝে ভারতও চাইছে ৫ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্নপূরণ করতে প্রযুক্তিগত বিকাশে।তাই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে এই বিষয়ে আলোচনা সারলেন। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে সোমবার সন্ধ্যায় জানিয়েছেন,বিশ্বের মঙ্গলের জন্য ভারত আমেরিকার সঙ্গে সুনির্দিষ্ট কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে চায়।  মূলতঃ কঠিন এবং সম্ভাবনাময়  প্রযুক্তির প্রসার নিয়ে বিশদে আলোচনা করা হয়েছে বলে নরেন্দ্র মোদি উল্লেখ করেছেন।যার মধ্যে রয়েছে এআই ছাড়াও রয়েছে টেলিকম,প্রতিরক্ষা,মহাকাশের মতো বিষয়।

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দুদেশ যে এগিয়ে যেতে চায় তাও মোদি স্পষ্ট করেছেন।সম্প্রতি আবহাওয়ার মতো প্রয়োজনীয় বিষয়েও এদেশে এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।উল্লেখ করা যেতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কার্যকর করার জন্য কোনও সুপার কম্পিউটারের দরকার হয় না। উন্নতমানের কম্পিউটার দিয়ে সেই কাজ করা যেতে পারে। তবে, আবহাওয়ার পূর্বাভাসের জন্য উন্নত ডেটা থাকা দরকার।ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির জলবায়ু বিজ্ঞানীরাও তথ্যভাণ্ডার সমৃদ্ধ করার পক্ষে গুরুত্ব দিয়েছেন।এখন প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন আসার দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত।কেউ কেউ আশঙ্কা করছেন,জীবনের সবক্ষেত্রে কৃত্রিম প্রযুক্তি কর্মহীনতার সংখ্যা বাড়াতে পারে।তাই জীবন-জীবিকার ভারসাম্য বজায় রেখে ভারত যে আমেরিকার সঙ্গে এই এআই প্রযুক্তি নিয়ে আদানপ্রদান বাড়াতে চায় তাও স্পষ্ট। তাই পারস্পরিক বোঝাপড়া বাড়িয়ে ভারত নানা ক্ষেত্রের মতো এই এআই নিয়ে কার্যকরী সহযোগিতা যে বাড়াতে চায় তা নিশ্চিত বিদেশ দফতরের কর্তারা।

 

 

 

 

 

 

Related Articles