৪ মাস বয়সেই এলিট তালিকায়, ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির নাতি
Narayan Murthy and his wife Sudha Murthy's son Rohan Murthy's son Ekagraha Rohan Murthy is a millionaire among the new generation.

The Truth Of Bengal : ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও তাঁর স্ত্রী সুধা মূর্তির ছেলে রোহন মূর্তির সন্তান একাগ্রহ রোহন মূর্তি নবপ্রজন্মের মধ্যে কোটিপতি। ৪মাসের শিশুর ইনফোসিসে শেয়ার রয়েছে প্রায় ৪ শতাংশ। যার আর্থিক মূল্য প্রায় ২৪০কোটি টাকা। ইনফোসিসের প্রাক্তন অধিকর্তা নারায়ণ মূর্তি কনিষ্ঠতম সদস্যকে এই উপহার দিয়েছেন। সংস্কৃত থেকে এসেছে এই একগ্রহ শব্দ। যার মানে অটল মনোযোগ এবং সংকল্প।
মূর্তি পরিবারের তরফে জানা গেছে, মহাভারতের অর্জুনের একগ্রহ থেকে অনুপ্রেরণা নিয়েছিল, একটি শব্দ যা গীতার ষষ্ঠ অধ্যায়েও পাওয়া যায়। তাই পারিবারিক আত্ম-উপলব্ধির জন্য যোগব্যায়াম এবং ধ্যানের উপর জোর দেওয়া হচ্ছে।সমাজসেবিকাও লেখিকা সুধা মূর্তিও যথেষ্ট স্নেহশীল এই উত্তরসূরির প্রতি।তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হয়েছেন।এদিকে, রোহন মূর্তির বয়স ৪০বছর, তিনি একজন কম্পিউটার বিজ্ঞানী। পিএইচডি করে উদ্যোগপতি হয়ে উঠেছেন।তাঁর স্ত্রী অপর্ণা কৃষ্ণান, একগ্রহের মা, এর আগে চার বছরেরও বেশি সময় ধরে সোরোকোতে অপারেশনের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর্ণা কৃষ্ণান এখন মূর্তি মিডিয়ার প্রধান ।
“স্টোরি টাইম উইথ সুধা আম্মা” এর প্রযোজক, ইউটিউবে একটি অ্যানিমেটেড সিরিজ যা সুধা মূর্তির শিশুদের বই থেকে নেওয়া হয়েছে৷একাগ্রহ যেভাবে ড্রাই ফুড খাওয়ার সময়কালের আগেই এই কোটিপতির তালিকায় ঢুকে পড়েছে তা অভাবনীয়।অবশ্যই তাঁর দাদু-ঠাকুমার বদান্যতায়। তবে শুধু একাগ্রহ-ই নয়, এর আগে ব্রিটেনের একটি দুবছরের শিশুও এই কোটিপতির শিরোপা পায়। সেই বিলেতী শিশুর দাদু তাকে ১০কোটি টাকা উপহার দেওয়ায় সেই নবজাতক একইভাবে অর্থবান নাবালকের তালিকায় চলে আসে।এখন একাগ্রহ রোহন মূর্তির এই কোটিপতি হওয়ার ঘটনায় দেশজুড়ে রীতিমতো সাড়া পড়েছে ।