দুই শিশুর রহস্যজনক মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ
Mysterious death of two children, police started investigation

The Truth of Bengal: গাড়ির ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে একালাই। এমন ঘটনা ঘটেছে মুম্বইয়ের অ্যান্টপ এলাকায়। দীর্ঘক্ষণ ধরে গাড়ির দরজা বন্ধও থাকার কারণে ভেতরে থাকা ওই দুই শিশু অক্সিজেন পাচ্ছিলনা। যে কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে। খেলতে খেলতে এই দুই শিশু কোনও কারণে গাড়ির ভিতর আটকে পড়েছিল নাকি কেউ তাদের গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে আটকে দেয় সেটাই তদন্ত করছে পুলিশ।
জানা যাচ্ছে, মৃত দুই শিশুর বয়স ৬ এবং ৭ বছর। নিজের বাড়ির নিচেই খেলছিল তারা। তবে সন্ধ্যে নেমে আসলেও যখন ঘরের ছেলে ঘরে ফিরে আসেনা সেই সময় পরিবারের পক্ষ থেকে শুরু হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয়। ঘটনাস্থলে পুলিশ এসে প্রত্যক্ষদর্শীদের মদতে একটি পার্ক করা গাড়ি থেকে উদ্ধার করা হয় দুই শিশুকে। কিন্তু ততক্ষণে সব শেষ। গাড়িটি ছিল ভিতর থেকে লোক করা। মৃত্যু হয়েছে তাদের। পুলিশ ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।
পুলিশ জানিয়েছে কোন ভাবে দুই বাচ্চা খেলতে খেলতে গাড়ির ভিতর ঢুকে পড়ে। তারপর খেলার ছলেই গাড়িটি ভিতর থেকে লক করে দেয় দুই শিশু। গাড়িতে অক্সিজেন প্রবেশ না করাই নিশ্বাস নিতে কষ্ট হয় ওই দুই শিশুর। যে কারণে বদ্ধ গাড়ির ভিতরে দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাদের। ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।