খুন অব্যাহত তামিলনাড়ুতে, এবার খুন এআইএডিএমকের এক সক্রিয় কর্মী
Murders continue in Tamil Nadu, this time an active worker of AIADMK

The Truth of Bengal: একের পর এক নেতার খুনের ঘটনার মাঝে এবার তামিলনাড়ুর খুন এআইএডিএমকের এক সক্রিয় কর্মী। তামিলনাড়ু-পুদুচেরি সীমান্তবর্তী এলাকায় উদ্ধার হয় পদ্মনাভন নামে ওই ব্যক্তির দেহ। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এআইএডিএমকের সক্রিয় কর্মী ছিলেন তিনি। জানা গিয়েছে, বাইকে করে যাচ্চিলেন ওই ব্যক্তি। পথে গাড়ি নিয়ে তাঁকে ধাওয়া করে একদল দুষ্কৃতী। ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তাঁকে। এর পর সেখানে তাঁকে খুন করা হয়। পদ্মনাভনের দেহটি ময়না তদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজনৈতিক খুনের ঘটনা অব্যাহত তামিলনাড়ুতে। গত ৫ জুলাই নিজের বাড়ির সামনে খুন হয়েছিলেন তামিলনাড়ুর বিএসপি প্রধান আর্মস্ট্রং। তারপর খুন হন এনটিকে নেতা বাল সুব্রহ্মণ্যম। তারপর আবার খুন। তবে এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত রাজনৈতিক যোগ স্পষ্ট না হলেও গোটা ঘটনায় উদ্বেগ বাড়ছে।
রাজ্যে রাজনৈতিক অস্থিরতা না বাড়লেও পরপর এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তামিল রাজনীতিতে। চলতি মাসের ৫ জুলাই থেকে দাক্ষিণাত্যে দফায় দফায় রাজনৈতিক নেতা খুনের ঘটনা সামনে এসেছে। যা নিয়ে রাজনৈতিক কাজিয়া অব্যাহত তামিলনাড়ুতে।