অজয় অভিনীত ‘দৃশ্যম’ সিনেমায় অনুপ্রাণিত হয়ে খুন, ঘটনায় গ্রেফতার অভিযুক্ত
Murder inspired by Ajay's movie 'Drishyam', accused arrested in the incident

Truth Of Bengal: সম্পত্তি বিবাদের জেরে খুন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গ্রেডার নয়ডায়। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ৪০ বছরের প্রবীণ এক সময় দিল্লি পুলিশের কনস্টেবল ছিলেন। তিনি জানিয়েছেন অজয় ও টাব্বুর অভিনীত বিখ্যাত ছবি ‘দৃশ্যম’ দেখে তার মাথায় এই খুনের পরিকল্পনা আসে।
খুন হওয়া ব্যক্তির নাম অঙ্কুশ। ১৩ দিন নিখোঁজের পর পুলিশে অভিযোগ জানায় পরিবার। এই ঘটনায় গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার জানিয়েছেন বাড়ি বিক্রি র সূত্রে অঙ্কুশের সঙ্গে দেখা হয় ওই প্রবীণ অভিযুক্তের। অঙ্কুশের কাছ থেকে একটি ফ্ল্যাট কেনেন ওই অভিযুক্ত। কিন্তু পুরো টাকা না দিয়ে দেশ ছাড়েন প্রবীণ অভিযুক্ত। পরে দেশে ফিরে এলে অঙ্কুশ বাকি টাকা চাইলে খুনের পরিকল্পনা তৈরি করে ওই অভিযুক্ত।
টাকা দেয়ার নাম করে অঙ্কুশ কে গাড়িতে তোলে ওই প্রবীণ। অঙ্কুশকে গাড়ির মধ্যেই কোনোভাবে নেশাজাতীয় খাবার খাইয়ে দেয়। পরে একটা আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে গিয়ে অঙ্কুশকে হাতুড়ি আঘাত করে দিয়ে মেরে ফেলে। মৃতদেহ সরানোর আগে অঙ্কুশের ফোন থেকে আইনজীবী ও বন্ধুকে ফোন করে সম্পত্তির কাগজ তৈরি রাখতে বলেন। বাড়িটি হাতানোর জন্যই অঙ্কুশকে খুন করে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত প্রবীণ কে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে রায়গড়ের রেভভান্ডারের এক যুবক ‘দৃশ্যম’ সিনিমা দেখে দুই বোনকে খুনের পরিকল্পনা করে। কী বিষ দিলে পুলিশ কখনো ধরতে পারবে না তা জানতে ৫৩ বার ইন্টারনেটে সার্চ করেছিল ওই যুবক। বাবার সম্পত্তি ও চাকরি হারাতে দুই বোনকে খুন করে যুবক। তবে শেষ রক্ষা হয়নি। শেষ মেষ ধরা পরে ওই যুবক। অভিযুক্ত পুলিশকে জানায় ‘দৃশ্যম’ ছবিটি দেখার পর খুনের চিন্তা মাথায় আসে।