অটল সেতুর পরিচ্ছন্নতায় কড়া পদক্ষেপ নিল মুম্বই পুলিশ
Mumbai Police took strict action in cleaning Atal Setu

The Truth Of Bengal : অটল সেতু নিয়ে এবার কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের। অটল সেতু কোন পিকনিক করার জায়গা নয়। এখানে এসে গাড়ি দাড় করিয়ে কেউ ছবি তুলতে পারবে না । এই নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বই পুলিশ। ভারতের দীর্ঘতম সমুদ্র ব্রিজ মুম্বই ট্রান্স হারবার লিঙ্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সুবিশাল সেতু চালু হলে মুম্বই ও নবি মুম্বইয়ের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে।
শুধু তাই নয় এক জায়গা থেকে অন্য জায়গা যেতে সময় আরও কম লাগবে। ভারতের প্রাক্তন প্রধামন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম মেনে এই সমুদ্র ব্রিজের নাম রাখা হয়েছে অটল সেতু। প্রধান মন্ত্রীর সেতু উদ্বোধন করার পর থেকেই রীতিমত পিকনিক স্পটে পরিণত হয়েছে অটল সেতু। মানুষ এখানে এসে গাড়ি থামিয়ে একের পর এক ছবি তুলছে এমনকি সেতুর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখছে খাবার। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি দেখেই কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের।
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে শুরু হয় এই দীর্ঘতম ব্রিজ তৈরি হতে। ব্রিজ তৈরিতে খরচ হয় ২১ হাজার ২০০ কোটি টাকা। ২২ কিমি দৈর্ঘ্য বিশিষ্ট এই ব্রিজ এর ১৬.৫ কিমি অংশ বিস্তৃত সমুদ্রের উপর। তবে এই দীর্ঘতম সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের কিছু নিয়ম নিষেধাজ্ঞা রয়েছে । এই সেতুর উপর দিয়ে যেতে পারবেনা কোন ভারী যানবাহন। যে গাড়ি গুলি ব্রিজের উপর দিয়ে যাবে তার গতিবেগ থাকবে ৪০ কিমি এবং সর্বচ্চ গতি থাকবে প্রতি ঘণ্টায় ১০০ কিমি। এই ব্রিজের একধিক জাইগায় নিরাপত্তার খাতিরে লাগানো হয়েছে এআই নির্ভর ক্যামেরা।
FREE ACCESS