ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, জারি কমলা সতর্কতা
Mumbai is affected by heavy rain, orange alert issued

Truth of Bengal: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। মঙ্গলবার থেকে মুম্বই ও পুণে-সহ মহারাষ্ট্রের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ঝড় শুরু হয়েছে। এর জেরে জলমগ্ন হয়ে পড়েছে মুম্বইয়ের বিভিন্ন এলাকা। তবে শুধু মাত্র মুম্বই এবং সংলগ্ন এলাকায় নয় থানে, কল্যাণ-সহ বিভিন্ন এলাকাও বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে।
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আগামী বেশ কয়েকদিন রত্নাগিরি, পুনে, সাতারা, সোলাপুর, কোলাপুর, লাতুর, অহল্যানগর-সহ মুম্বইয়ের বেশ কয়েকটি এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা। বিভিন্ন এলাকায় বজ্রপাত সহ ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের পোওয়াইয়ের মতো জনবহুল এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। জলবায়ু কমপ্লেক্সের কাছে ঝড়ে গাছ উপড়ে গিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। প্রবল বৃষ্টির জেরে ডুবে গিয়েছে একাধিক রাস্তা। যানজটের জেরে ভুগতে হচ্ছে নিত্যযাত্রীদের।
অন্যদিকে পুনেও দেখা গিয়েছে একই চিত্র। সেখানে জল জমে গিয়েছে বিমানবন্দরেও। স্থানীয় বাসিন্দাদের দাবি, অপরিষ্কার ড্রেন থেকে জল উপচে রাস্তা ভেসে গিয়েছে। ঠাণে জেলার মিরা-ভায়ন্দর, রত্নগিরি জেলার ভেরভালি এবং ভিলাভাড়ে স্টেশনের মাঝে প্রবল বজ্রপাত ও ভূমিধসের খবর পাওয়া গিয়েছে। তবে শুধু মুম্বই নয় বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা চেন্নাই এবং বেঙ্গালুরুর বিভিন্ন এলাকাও।
সেখানেও একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। হাওয়া অফিসের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৪ ঘণ্টা পুণে, রত্নগিরি, সিন্ধুদুর্গ, অহিল্যা নগর, কোলাপুর, বীড, শোলাপুর, ধারাশিব এবং ছত্রপতি সম্ভাজি নগরে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে।
হলুদ সতর্কতা জারি হয়েছে মুম্বই, পালঘর, ঠাণে, রায়গড়, ধুলে, নন্দুরবার সহ একাধিক জায়গায়। বলা বাহুল্য বর্তমানে কর্নাটক উপকূলের অদূরে পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণিঝড় দানা বেঁধেছে। এরজেরে বৃষ্টিতে ভিজতে চলেছে মুম্বই ও পুণে-সহ মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায়।