
The Truth of Bengla: কলকাতা তথা বাংলার পাশাপাশি গোটা বিশ্বজুড়েই পালিত হচ্ছে দুর্গোতসব। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ের বাসিন্দারা প্রতি বছরের মতো এবছরও মেতে উঠেছেন দুর্গোসতবে। বাণিজ্যনগরীর পুজো মণ্ডপগুলিতে নতুন জামাকাপড় পড়ে পুজো দর্শনার্থীদের আনাগোনা মহাযষ্ঠীর সকাল থেকেই।বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার শানু-সহ বলিউডের একাধিক তারকাকে বাণিজ্যনগরীর বিভিন্ন পুজোর মণ্ডপে দেখা গিয়েছে এদিন। মুম্বইয়ের বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোয় সশরীরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার শানু।
কুমার শানু কলকাতার দুর্গাপুজোর স্মৃতিচারণ করে জানালেন, দুর্গোতসবের সময়ে কলকাতা সম্পর্কে নস্টালজিক হয়ে পড়েন তিনি।বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো এবছরও ধূমধাম করে পালিত হচ্ছে। রয়েছে এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন। তবে এবার বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোয় গানবাজনার আয়োজন করা হয়নি।দেশের বাণিজ্যনগরী মুম্বই ব্যস্ত শহর। এই শহরে প্রবাসী বাঙালিরা সারা বছরই ব্যস্ততার জীবন কাটান। পুজোর দিনগুলি তাঁদের জীবনে খানিক ফুরসত বয়ে আনে।
চলতি বছরও মুম্বইয়ের পুজোকে কেন্দ্র করে অন্যান্য বছরের মতো আয়োজন করা হচ্ছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। কেবল বাঙালিই নন, মুম্বইয়ের দুর্গাপুজোয় অন্যান্য প্রদেশের মানুষজনও অংশগ্রহণ করেন।মুম্বইয়ের বেশ কিছু পুজো এখন কলকাতার মতোই থিমের পুজো হিসেবে আত্মপ্রকাশ করেছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে মুম্বইয়ে বিকশিত হয়েছে পর্যটনশিল্পও। পুজো কমিটিগুলির উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলার ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতিকে সফলভাবে তুলে ধরাই তাঁদের লক্ষ্য।
Free Assess