দেশ

মুম্বইতে জারি আরও ভারী বর্ষণের সতর্কতা! জলমগ্ন বাণিজ্যনগরীর রাস্তাঘাট, ব্যাহত যানচলাচল

Mumbai braces for more heavy rains! Roads in commercial city submerged, traffic disrupted

Truth Of Bengal: নির্ধারিত সময়ের বেশকিছুদিন আগেই মহারাষ্ট্র ঢুকল বর্ষা। নাগাড়ে বৃষ্টিতে নাজেহাল দেশের বাণিজ্যনগরী। মঙ্গলবারের পর বুধবারও নাগাড়ে বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্য মহারাষ্ট্রে বুধবারও বৃহস্পতিবার এবং গোয়া ও কোঙ্কন উপকূলে আগামী ২ জুন পর্যন্ত চলবে অতিভারী বর্ষণ। মুম্বইতে জারি হলুদ সতর্কতা।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত শহরের বেশকিছু জায়গায় বৃষ্টি হয়েছে ২০০ মিলিমিটারের বেশি। ভারেতর আবহাওয়া দফতরের রেকর্ড বলছে, ১৯১৮ সালে শেষ বারের মতো মুম্বইতে এত পরিমান বৃষ্টি হয়েছিল। সোম থেকে মঙ্গলবার পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, তা গত ১০ বছরের সর্বাধিক বৃষ্টির নিরিখে ছিল দ্বিতীয় স্থানে। সেই ২৪ ঘণ্টাতে কোলাবাতে বৃষ্টির পরিমান ছিল ১৬২ মিলিমিটার। ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল সান্তাক্রুজে।

চলতি বছরের মে মাসে এখনও পর্যন্ত কোলাবায় বৃষ্টি হয়েছে ২৯৫ মিলিমিটার। তবে শুধুমাত্র মুম্বই নয়, আবহাওয়া দফতরের তরফ থেকে বর্ঝ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে ঠাণে, পুণে ও কোলাপুরে। কমলা সতর্কতা জারি করা হয়েছে, রায়গিরি, রত্নগিরি, সাতারা ও আশেপাশের এলাকাগুলিতে। অন্যদিকে লোকাল ট্রেন পরিষেবাো ব্যহত এক টানা বৃষ্টির জেরে। নির্ধারিত সময়ের থেকে বেশ খানিকটা দেরিতেও চলছে লোকাল ট্রেন। একাধিক জায়গায় জমেছে রেল লাইনে জল। জলমগ্ন শহরের শহরের বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকার রাস্তা। স্বাভাবিকভাবেই যাত্রী ভোগান্তি চরমে। রাজ্য প্রশাসনের তরফ থেকে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকার পরমর্শ দেওয়া হয়েছে।

 

Related Articles