মোদি-রাহুল করমর্দন, স্পিকার নির্বাচনের পর সৌহার্দের ছবি সংসদে
Modi-Rahul handshake, Souhard's photo in Parliament after Speaker election

The Truth of Bengal: নির্বাচনী প্রচারে একে অপরকে টানা আক্রমণ চালিয়ে গিয়েছেন। নানা বাক্যবাণে দু’জন দু’জনকে ভূষিত করেছেন। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধির মধ্যে সৌহার্দের দৃশ্য দেখে গেলে লোকসভায়। স্পিকার নির্বাচনের পর বুধবার সংসদের ভেতরে এই দৃশ্য নজর কাড়ল। এদিন লোকসভার স্পিকার পদে নির্বাচিত হন ওম বিড়লা।
নিজের আসন থেকে উঠে এসে তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ঠিক পরেই নিজের আসন থেকে উঠে এসে ওম বিড়লাকে অভিনন্দন জানান রাহুল গান্ধিও। সেই সময় মুখোমুখি হন মোদি-রাহুল। একে অপরের সঙ্গে হাসি মুখে করমর্দন করেন। এরপর মোদি ও রাহুল স্পিকারকে নিয়ে যায় তাঁর আসনের দিকে। যুযুধান দুই পক্ষের এমন সৌহার্দ্য দেখে গেল লোকসভায়।
#WATCH | Prime Minister Narendra Modi, LoP Rahul Gandhi and Parliamentary Affairs Minister Kiren Rijiju accompany Lok Sabha Speaker Om Birla to the chair. pic.twitter.com/3JfKbCH3nC
— ANI (@ANI) June 26, 2024
বুধবার সকাল ১১টা নাগাদ NDA-এর জোট প্রার্থী হিসেবে ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব আনেন প্রধানমন্ত্রী। লোকসভায় ২৯২টি আসন পেয়েছে NDA জোট। INDIA জোটের আসন সংখ্যা ২৩৪। ধ্বনি ভোটে স্পিকার নির্বাচনে জয়ী হন এনডিএ প্রার্থী ওম বিড়লা। এই নিয়ে পরপর দু’বার লোকসভার স্পিকার হলেন তিনি।
এদিন স্পিকার পদে নির্বাচনের জন্য ওম বিড়লাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ওম বিড়লার আমলে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সংসদ। গত অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। আজ সংসদে নতুন ইতিহাস তৈরি হল। সংসদের স্বার্থে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করি এবারও আপনি সফল হবেন।’
অন্যদিকে, রাহুল গান্ধি বলেন, ‘বিরোধীরাই দেশের কণ্ঠস্বর। আশা করি সংসদে বিরোধীরা বলার সুযোগ পাবে। আপনি সংবিধান মেনে আপনার দায়িত্ব পালন করবেন।’ অন্য বিরোধোদের তরফেও স্পিকার নির্বাচিত হওয়া ওম বিড়লাকে শুভেচ্ছা জানানো হয়।