সিকিমে ১৭ হাজার ফুট উচ্চতায় অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো জাপান, প্রতিপক্ষদের কড়া বার্তা ভারতের
Missile test of jawans in Sikkim, strong message to the enemy from Delhi

The Truth Of Bengal : ভারত কখনই কারুর ভূখণ্ড দখল করবে না।তবে কেউ দখলদারি কায়েম করলে তা হঠানোর জন্য পিছপা হবে না।একথা বারবার নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে। দিল্লির সেই শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির মাঝে সামরিক মহড়া জারি আছে। এবার সিকিমে ভারতীয় জওয়ানরা অ্যান্টি ট্যাঙ্ক পরিচালিত মিসাইল পরীক্ষা করল।
ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পোরেশন এই সিকিমের ১৭০০০ফুট উঁচু এলাকায় এই মিসাইল মহড়া চালায়। অফিসিয়াল প্রেস রিলিজে জানা গেছে,পুরো ইস্টার্ন কমান্ড এই মহড়ায় অংশ নেয়।পালিয়ে যাওয়া ট্যাঙ্ককে নিশানা করে উড়িয়ে দেয় ভারতীয় সেনারা। এই ধরণের পরীক্ষামূলক সাফল্য আসলে শত্রু দেশের কাছে কড়া বার্তা বলেই কূটনৈতিক মহল মনে করছেন।
@adgpi Trishakti Corps has executed a rigorous training exercise involving the firing of Anti-Tank Guided Missiles (ATGM) at a super high-altitude area of 17000 feet in Sikkim pic.twitter.com/mewUBQHHWp
— Vipin Vijayan (@Vipin_Vijayan_) April 12, 2024
চিনা ট্যাঙ্ক ও সাঁজোয়া নিশানা করার ক্ষেত্রে ভারতীয় সেনারা যে পটু তা আরও একবার প্রমাণ হল বলা যায়।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ত্রিশক্তি কর্পোরেশন তুলে ধরেছে,১৭০০০ফুট হিমশীতেল উচ্চতায় এই নিঁখুত শক্তিপ্রদর্শন আসলে পূর্বের যোদ্ধাদের জন্যই সম্ভব হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করতে হবে তা অনুশীলন করেন ভারতীয় জওয়ানরা।