দেশ

চাঁদের পর এবার সমুদ্রজান মিশনের লক্ষ্যে ভারত

Missan Samudrajan

The Truth of Bengal: স্বপ্ন দেখা শুরু করলে তবেই  স্বপ্ন সত্যি হয়-  প্রাক্তন রাষ্ট্রপতি ও পরমানু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম  একথা বলেছিলেন।অনেকেই মনে করেন, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারেনা, তাই কখনো স্বপ্ন দেখা ছাড়বেন না।একটি স্বপ্নপূরণের পথে অনেকটা এগিয়ে চলার পর আরও একটি লক্ষ্যলাভের ভাবনা ভারতের। কয়েকদিনের মধ্যেই চাঁদের মাটিতে পা রাখবে ইসরোর   মহাকাশযান চন্দ্রযান-৩। সেই  মিশনের সাফল্যের  এবার আরও একটি মুন্সীয়ানার জগতে ঢুঁ মারতে চলেছে টিম ইন্ডিয়া।

এই ভাবনার মূলে আছে,মহাসাগরের ৬ হাজার মিটার নীচে চলে যাবে  ভারতের সাবমেরিন।সাগরের অতলে কী রহস্য লুকিয়ে আছে,তার অনুসন্ধান করবে এই ডুবযান।তাতে থাকবেন ৩জন যাত্রী।প্রাথমিকভাবে চব্বিশেই তার ট্রায়াল রান শুরু হবে।প্রথম পর্বে ৫০০মিটার নীচে নামবে ডুবযান।চব্বিশের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ এই অভিযানের ট্রায়াল বা পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।সবকিছু ঠিক থাকলে পচিঁশের শেষে ট্রায়ালের লক্ষ্য হবে ৬হাজার মিটার পর্যন্ত পৌঁছানো।

২০২৬ সালে ভারতের ‘সমুদ্রযান মিশন’-এর ঘোষণা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই যানে চেপে প্রথমবার  ভরতের দেশের মানুষ মহাসাগরের তলদেশ ঘুরে দেখার সুযোগ পাবেন। সেই কাজকে নিখুঁত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ভাবনায় মগ্ন জাতীয় সংস্থার কর্তারা।যুদ্ধকালীন ভিত্তিতে কাজও চলছে।এখন মিশন পূরণের প্রত্যাশিত গন্তব্যে  পৌঁছানোর জন্য শুধুই অপেক্ষা।