দেশ

সেনার সঠিক পরিকল্পনায় নিকেশ জঙ্গি, লস্কর জঙ্গি নিকেশে ব্যবহৃত বিস্কুট!

Militants killed in army's proper planning

Truth of Bengal: লস্কর জঙ্গি নিকেশে বড় ভূমিকা রয়েছে বিস্কুটের। শনিবারই গভীর রাতে লস্কর জঙ্গি ওসমানের খোঁজে নীরবে খানিয়ারে প্রবেশ করেন জওয়ানরা। আর তাদের সেই সঠিক পরিকল্পনায় সাফল্য পায় সেনা জওয়ানরা। সেই অভিযান চলাকালীনই সাধারণ মানুষের নিরাপত্তার দিকে নজর রাখাও ছিল বাহিনীর কাছে বড়সড় চ্যালেঞ্জ। শনিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ হয় লস্কর জঙ্গি ওসমানের।

শ্রীনগরের খানিয়ারে ঘটে যায় এই ঘটনা। সূত্রের খবর, সেই অভিযানে ওসমানকে খুঁজে বের করা এবং সেই সময় পথ কুকুরদেরকে শান্ত রাখাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তেমনটা করা সম্ভব না হলে সতর্কতা অবলম্বন করে নিত কুখ্যাত ওই জঙ্গি। সেই সতর্কতা অবলম্বনের জন্য পালিয়ে যাওয়ার সময়ও থাকতো তার কাছে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা হল  খানিয়ার।

যার জেরে সেখানে অভিযান চালানোর ক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তার দিকেও নজর রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা বড় চ্যালেঞ্জের ছিল সেনা জওয়ান বাহিনীর কাছে। গভীর রাতে জঙ্গি ওসমানের খোঁজে একেবারে নীরবে খআনিয়ারে প্রবেশ করেন তারা। পথ কুকুরদেরকে শান্ত রাখার জন্য কয়েকটি বিস্কুটের প্যাকেটের ব্যবস্থা করেন।

প্রয়োজনমতো রাস্তার কুকুরদেরকে বিস্কুটও খাওয়ান তারা। যার যেরে কুকুরগুলিকে শান্ত রাখা সম্ভব হয়। সেই ফাঁকেই ওই লস্কর জঙ্গির আস্তানা চিহনিত করে ফেলেন জওয়ানরা। তারবপরই দুতরফে শুরু হয় গুলির লড়াই। একসময় বাহিনীর গুলিতেই জঙ্গিনেতা নিকেশ হয়। স্বাভাবিকভাবেই নিরাপত্তা বাহিনীর এহেন সাফল্যে বুলেট ও বিস্কুটের ভূমিকা অপরিসীম।