দেশ

১৯এপ্রিল প্রথম দফার নির্বাচন, জানেন প্রার্থীদের আয় কত ?

Many people want to know the income of the candidates who won the election

The Truth of Bengal: ১৯এপ্রিল প্রথম দফার নির্বাচন।ভোটের জন্য প্রস্তুতি তুঙ্গে।কমিশনের নিযুক্ত পর্যবেক্ষকরা এলাকায় চলে গেছেন।এখন কাউন্ডডাউন শুরু গেছে। অনেকেই জানতে চান কোন প্রার্থীর আয় কত ? কে সবথেকে ধনী প্রার্থী? কোন দলের তিনি প্রার্থী? কোনও ফৌজদারি মামলা রয়েছে কিনা  ?

এই সমস্ত প্রশ্নের উত্তর মিলতে পারে মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর।কারণ মনোয়নের সময় সমস্ত প্রার্থীকেই ব্যক্তিগত তথ্য পেশ করতে হয়।আয়-ব্যয়ের হিসেব থেকে সম্পত্তির উত্স,সবই জানাতে হয় প্রার্থীদের।এছাড়াও কোনও অপরাধ সংক্রান্ত তথ্য রয়েছে কিনা তাও নির্বাচন কমিশনের কাছে পেশ করতে হয় সব রাজনৈতিক দলের প্রার্থীকেই। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রাটিক রাইটসের মতে, কংগ্রেস নেতা কমলনাথের পুত্র নকুল দেব এই ধনী প্রার্থীদের শীর্ষে রয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ৭১৭কোটি টাকা। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে এবারও কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের পুত্র নকুল নাথ।  এই কেন্দ্রে ভোট রয়েছে প্রথম দফায় অর্থাৎ আগামী ১৯ এপ্রিল। সেই উদ্দেশ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন নকুল নাথ। নির্বাচনী হলফনামায় নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন কংগ্রেস প্রার্থী। তাতে দেখা যাচ্ছে দেশের সবচেয়ে ধনী প্রার্থীগুলির মধ্যে একজন হলেন নকুল নাথ। শুধু তাই নয়, গত ৫ বছরে তার সম্পত্তির পরিমাণও অনেকটাই বেড়েছে।

বলা যায়,এর মধ্যে গুঞ্জন ছড়ায় কংগ্রেস নেতা দলবদলের চেষ্টা করছেন।তিনি শতাব্দী প্রাচীন দল ছেড়ে বিজেপির শিবিরে সামিল হতে পারেন। কিন্তু সেই জল্পনায় ইতি পড়ে।জানা যায়, কমল নাথের সঙ্গে বিজেপির কথাবার্তা ঠিকমতো মেটেনি।অর্থাত্ পদের অধিকার নিয়ে টানাপোড়েন চলে। কোন পদে জায়গা পাবেন তাই নিয়ে চলছিল জটিলতা।তাই কমলনাথ আর বিজেপির দিকে পা না বাড়িয়ে কংগ্রেসের হাতেই থেকে যান।

দেখে নেব কোন প্রার্থীর কত সম্পত্তির হিসেব-

১.   মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার  কংগ্রেস প্রার্থী নকুল নাথের    সম্পত্তি ৭১৭কোটি টাকা

২. তামিলনাড়ুর এআইডিএমকে প্রার্থী অশোক কুমারের সম্পত্তি  ৬৬২কোটিকও বেশি

৩. তামিলনাড়ুর শিবগঙ্গার বিজেপি প্রার্থী দেবানাথন যাদবের সম্পত্তি প্রায় ৩০০কোটির কাছে

৪. উত্তরাখণ্ডের বিজেবিএসপির পি প্রার্থী  এমআর লক্ষ্মী শাহের সম্পত্তি ৫৬ কোটির কাছে

৫. উত্তরপ্রদেশের বিএসপির   মাজিদ আলির সম্পত্তি – প্রায় ৯৫ কোটিরও বেশি

৬.তামিলনাড়ুর ভেল্লোরের বিজেপি প্রার্থী এসি সম্মুগনের সম্পত্তি- ৭৩কোটি ৮৮লক্ষ

৭. তামিলনাড়ুর এআইডিএমকের জয়প্রকাশা ভির সম্পত্তি- প্রায়  ১৪ কোটি

৮. মেঘালয়ার শ্রীলংয়ের কংগ্রেস প্রার্থী ভিনসেন্ট এইচ পালার সম্পত্তি- ২কোটি ৫১লক্ষ টাকা

৯. রাজস্থানের নাগৌরের বিজেপি ব জ্যোতি মির্ধার সম্পত্তি – ৩৬কোটি টাকার বেশি

১০. তামিলনাড়ুর কংগ্রেস প্রার্থী  কার্তি পি চিদম্বরমের সম্পত্তি- ৪২কোটি ৫৩লক্ষের বেশি

প্রথম দফার প্রার্থীদের মধ্যে বাংলার ১০ জন প্রার্থী হলেন কোটিপতি। এরমধ্যে ৩ জন নির্দল প্রার্থী রয়েছেন, ২ জন বিজেপি ও ২ জন তৃণমূল কংগ্রেসের। একজন সিপিএম এবং একজন কংগ্রেস প্রার্থী রয়েছেন এবং আরএসপির এক প্রার্থীও কোটিপতি।

Related Articles