দেশ

গুরুতর অসুস্থ মনমোহন সিং, দিল্লি এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী

Manmohan Singh critically ill, former PM admitted to Delhi AIIMS

Truth of Bengal: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।

৯২ বছর বয়সী মনমোহন সিং-কে এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তাঁর হাসপাতালে ভর্তির কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শান্ত এবং মিতভাষী এই রাজনীতিককে দেশের অর্থনৈতিক সংস্কারের স্থপতি হিসেবেও বিবেচনা করা হয়।

Related Articles